<p>টানা দুই টেস্ট সিরিজে হেরেছে বাংলাদেশ। এবার সংস্করণ বদলে নতুন চ্যালেঞ্জের সামনে নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। সেই চ্যালেঞ্জ নিতে সংযুক্ত আরব আমিরাতে রওনা দিয়েছে দল। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে দুই ভাগে আরব আমিরাতে গেছে বাংলাদেশ।</p> <p>আজ শেষ ভাগে যাওয়ার আগে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ নিয়ে কথা বলেছেন জাকির হাসান। প্রতিপক্ষের বোলাররা সব সময় যেকোনো দলের জন্য চিন্তার বিষয় হলেও তা নিয়ে ভাবছেন না জাকির। বাঁহাতি ব্যাটারের মতে, নিজেদের শক্তি নিয়ে আমরা চিন্তা করছি।</p> <p>রশিদ খান-ফজলহক ফারুকীদের নিয়ে মিরপুরে সংবাদ মাধ্যমকে জাকির বলেছেন, ‘আন্তর্জাতিকে সব দলই ভালো। এটা ঠিক ওরা বোলিংয়ে অনেক উন্নতি করেছে। বেশ শক্ত প্রতিপক্ষ। তবে ওদের কি শক্তি আছে ওটা নিয়ে চিন্তা করার চেয়ে আমাদের শক্তির জায়গা কোনটা তা নিয়ে ভাবা ভালো। আমরা যেভাবে ভালো খেলতে পারব ওই শক্তি নিয়েই কাজ করব।’</p> <p>আফগানিস্তানের বিপক্ষে আগামী ৬ নভেম্বর শারজাহ প্রথম ওয়ানডে হবে। সিরিজটি চ্যালেঞ্জিং হবে মনে করে জাকির বলেছেন, ‘চ্যালেঞ্জ অবশ্যই আছে কিন্তু আমার মনে হয় খুব ভালো একটা সিরিজ হবে।  আমি যতটুকু জানি শারজাহর উইকেট খুব ভালো হয়। আশাকরি খুব ভালো একটা ম্যাচ হবে।’</p> <p>সর্বশেষ ৭ টেস্টে ফিফটির দেখা পাননি জাকির। ওয়ানডেতে ভালো খেলবে বলে জানিয়েছেন তিনি। উইকেটরক্ষক ব্যাটার বলেছেন, ‘ব্যক্তিগত ভাবে যদি বলেন তাহলে আমি চেষ্টা করবো যে ম্যাচেই খেলি ভালো করার। আর দল হিসেবে বললে আমরা চেষ্টা করবো ম্যাচ বাই ম্যাচ ধরে ভালো করার।’</p>