<p>গোলোৎসবে জয়রথ ছুটছে বার্সেলোনার। চ্যাম্পিয়নস লিগে বায়ার্নের জালে চারবার বল পাঠানোর পর এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে এক অর্ধেই এক হালি গোল দিয়েছিল হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে আগের তিন ম্যাচে তারা গোল করেছিল মোট ১৩টি। দুর্দান্ত ছন্দ ধরে রেখে কাতালান ডার্বিতে এস্পানিওলকেও তিন গোল দিয়েছে বার্সা।</p> <p>নিজ মাঠে ৩-১ গোলের এই জয়ে এক ম্যাচ বেশি খেলে রিয়ালের চেয়ে ৯ পয়েন্ট এগিয়ে গেছে কাতালানরা।</p> <p>ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি ম্যাচটি ড্র হয়েছে। ৭০ মিনিটে পেনাল্টি থেকে ব্রুনো ফার্নান্দেস রেড ডেভিলদের এগিয়ে নেওয়ার ৪ মিনিট পর চেলসিকে সমতায়  কাইসেদো।</p> <p>ম্যানইউর অন্তর্বর্তীকালীন কোচ রুড ফন নিস্টলরয়ের অধীনে প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে ড্র করে রেড ডেভিলরা। দায়িত্ব নেওয়ার পর লিগ কাপে লেস্টার সিটিকে ৫-২ গোলে ম্যানইউতে যাত্রা শুরু হয়েছিল তার।</p> <p>ইংলিশ প্রিমিয়ার লিগে বড় জয় পেয়েছে টটেনহাম। হোয়াইটহার্ট লেনে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে স্পার্সরা ৪-১ ব্যবধানে হারিয়েছে ছন্দে থাকা অ্যাস্টন ভিলাকে। টটেনহামের গুরুত্বপূর্ণ জয়ে জোড়া গোল করেছেন ডোমিনিক সোলাংকে। একবার করে লক্ষ্য ভেদ করেছেন ব্রেনান জনসন এবং জেমস ম্যাডিসন।  ইএসপিএন</p>