<p>এএফসি চ্যালেঞ্জ লিগ খেলতে বসুন্ধরা কিংসের ফুটবলাররা ভুটানে থাকায় ১৬ জনের আংশিক দল নিয়ে গত ১ নভেম্বর ক্যাম্প শুরু করতে হয়েছে হাভিয়ের কাবরেরাকে। আগামীকাল ক্যাম্পে যোগ দিচ্ছেন রাকিব হোসেন-শেখ মোরসালিনসহ বসুন্ধরা কিংসের বাকি ১১ সদস্য। ১৩ ও ১৬ নভেম্বর মালদ্বীপের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ সামনে রেখে আগামী পরশু থেকে তাই পুরোদমে প্রস্তুতিতে নেমে পড়বেন কাবরেরার শিষ্যরা।</p> <p>কাবরেরার দলে ফিরেছেন দুই গোলরক্ষক আনিসুর রহমান জিকো ও মেহেদী হাসান শ্রাবণ। গত মার্চ উইন্ডোতে বিশ্বকাপ বাছাইয়ে ফিলিস্তিনের বিপক্ষে দুটি ম্যাচের স্কোয়াডে ছিলেন আনিসুর কিন্তু খেলার সুযোগ হয়নি। এরপর চোটের কারণে জুন ও সেপ্টেম্বর উইন্ডোতে জায়গা হয়নি দলে। মেহেদী চোটের কারণে ছিলেন না সেপ্টেম্বরে ভুটানের বিপক্ষে দুটি ম্যাচে। এদিকে চোটের কারণে দলে নেই মিডফিল্ডার মোহাম্মদ সোহেল রানা, ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ ও তারিক কাজী। মালদ্বীপ ম্যাচের আগে প্রিমিয়ার লিগের দল ফর্টিসের সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ, যার একটি খেলেছে গতকাল।</p> <p><strong>কিংসের এগারো :</strong> আনিসুর রহমান, মেহেদী হাসান, চন্দন রয়, সাদ উদ্দিন, তপু বর্মণ, সোহেল রানা, মজিবুর রহমান, রাব্বী হোসেন রাহুল, রাকিব হোসেন, শেখ মোরসালিন ও ফয়সাল আহমেদ।</p>