<p>সিলেটে শেখ মেহেদী হাসানের ৫ উইকেটের তোপে ফলোঅনে পড়েছে ঢাকা মহানগর। আজ বিনা উইকেটে ১২ রানে ব্যাটিংয়ে নেমে ২১০ রানে গুটিয়ে গেছে দলটি। দ্বিতীয় ইনিংসে দায়িত্ব নেন মার্শাল আইয়ুব। প্রথম শ্রেণির ক্যারিয়ারে ২৬তম সেঞ্চুরি করা এই অভিজ্ঞ ব্যাটার ১৩০ রানে অপরাজিত আছেন। ৪ উইকেটে ২৯৭ রানে তৃতীয় দিন শেষ করা মহানগর ১৩১ রানের লিড পেয়েছে।</p> <p>চলমান ২৬তম জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডে সেঞ্চুরি করে প্রথমবার জাতীয় দলে ডাক পান মাহিদুল ইসলাম অঙ্কন। তবে স্বপ্নের টেস্ট অভিষেকটা রাঙাতে পারেননি তিনি। এনসিএলের তৃতীয় রাউন্ডে ফিরে আবার রানের দেখা পেয়েছেন মাহিদুল। তৃতীয় দিন শেষে ৯৯ রানে অপরাজিত আছেন ঢাকা বিভাগের এই উইকেটরক্ষক-ব্যাটার।</p> <p>মাহিদুলের এমন ব্যাটিংয়ের সৌজন্যে কক্সবাজারে চট্টগ্রামের বিপক্ষে বিনা উইকেটে ২২ রান নিয়ে গতকাল ব্যাটিংয়ে নেমে ৪ উইকেট হারিয়ে ২৮১ রান তুলেছে ঢাকা।</p> <p>এই শহরের আরেক মাঠে প্রীতম কুমারের ৮০ রানের সুবাদে ২৭৫ রানের সংগ্রহ পায় রাজশাহী। এতে প্রথম ইনিংসে ৭০ রানের লিড পেয়েছে দলটি। পরে বিনা উইকেটে ১০ রানে দিন শেষ করে বরিশাল। বগুড়ায় আজ শেষ দিনে জয়ের জন্য ১৩৯ রান প্রয়োজন সিলেটের। রংপুর বিভাগের প্রয়োজন ৮ উইকেট।</p>