<p>আবহাওয়া খারাপ বলেই মাঠ ছেড়ে যাচ্ছিলেন দুই দলের ফুটবলাররা। যেন দূর্ঘটনা থেকে মুক্তি পাওয়া যায়। কিন্তু দূর্ঘটনা থেকে রক্ষা পেলেন না পেরুর ক্লাব জুভেন্ত্রুদ বেয়াভিস্তার এক ফুটবলার।</p> <p>ড্রেসিংরুমে ফেরার পথে মর্মান্তিক মৃত্যু হয়েছে বেয়াভিস্তার ডিফেন্ডারের। বজ্রপাতে মাঠেই মৃত্যুর কোলে ঢলে পড়েন হোসে হুগো দে লা ক্রুজ মেজা। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও  তাকে বাঁচানো যায়নি পরে। বজ্রপাতের সময় মোট ৮ জন ফুটবলার মাঠে লুটিয়ে পড়েন।</p> <p><iframe align="middle" frameborder="0" height="450" sandbox="allow-scripts allow-same-origin" scrolling="yes" src="https://twitframe.com/show?url=https://twitter.com/FirstSourceNew/status/1853377613705933304" width="400"></iframe></p> <p>তাদের মধ্যে গোলরক্ষক হুয়ান চোক্কা লাকটা মৃত্যুর সঙ্গে লড়ছে বলে সংবাদ মাধ্যম মিরর জানিয়েছে। এ ছাড়া এরিক এস্তিভেন সেন্তে কুইলর, জোসেপ গুস্তাভো পারিয়োনা চোক্কা এবং ক্রিশ্চিয়ান পিতুই কাহুয়ানা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।</p> <p>গতকাল পেরুর দুই ক্লাব বেয়াভিস্তা ও ফ্যামিলিয়া চেক্কার ম্যাচ হচ্ছিল হুয়ানকায়ো শহরে। ম্যাচের ২২ মিনিটের সময় ভয়ংকর বজ্রপাত শুরু হলে রেফারি ম্যাচ বন্ধ করে দিতে বাধ্য হন। দুই দলের খেলোয়াড়কে ড্রেসিংরুমে ফিরতে নির্দেশ দেন। সেই অনুযায়ী ফিরছিলেন দুই দলের খেলোয়াড়সহ সকলে। কিন্তু ফেরার সময় বজ্রপাতের সেই দূর্ঘটনাটি ঘটে। পরে ২-০ ব্যবধানে বেয়াভিস্তার এগিয়ে থাকা ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।  </p> <p>বজ্রপাতের সময় মেজার হাতে ধাতব বলা ছিল। যার কারণে তার উপরে বজ্রপাতের মাত্রা বেশি পড়ায় মৃত্যু হতে হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। এরকম ঘটনা বছরের শুরুতে ইন্দোনেশিয়ায়ও ঘটেছিল। সেদিনের প্রীতি ম্যাচে ৩৫ বছর বয়সী সেপ্টিয়ান রাহারজা নামে একজন ফুটবলারের মৃত্যু হয়েছিল।</p>