<p>পিচ এবং ম্যাচের পরিস্থিতি যাই হোক না কেন ভয়-ডরহীন ব্যাটিংই ঋষভ পন্তের সহজাত স্টাইল। আউটের ভয় না করে আক্রমণাত্মক ব্যাটিংয়েই প্রতিপক্ষের বোলারদের মনে ভয়ের সঞ্চার করেন তিনি। সেই ভয় জাগানিয়া এক ইনিংস খেলেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্টেও।</p> <p>ভারতকে ধবলধোলাইয়ের টেস্টে বড় ব্যবধানের জয় যখন আশা করছিল নিউজিল্যান্ড ঠিক তখনই প্রতিপক্ষের কাছ থেকে ম্যাচই ছিনিয়ে নিয়েছিলেন পন্ত। শেষ পর্যন্ত অবশ্য ভারতের ২৫ রানের পরাজয়ের সঙ্গী হয়েছেন তিনি। তবে দ্বিতীয় ইনিংসে ৬৪ রানের ইনিংস খেলে ঠিকই নিউজিল্যান্ডের ক্রিকেটারদের মনে ভয় ধরিয়ে দিয়েছিলেন উইকেটরক্ষক ব্যাটার। তার আগে প্রথম ইনিংসেও ৬০ রানের ভয়-ডরহীন ইনিংস খেলেন বাঁহাতি ব্যাটার। টেস্টের চতুর্থ ইনিংসে পন্তের ক্রিজে নামার সময় ভীত হওয়ার বিষয়টি স্বয়ং স্বীকার করেছেন ওয়াংখেড়ে টেস্টে ১১ উইকেট নিয়ে সেরা বোলার এজাজ প্যাটেল।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="অস্ট্রেলিয়ায় রান না পেলে টেস্ট ছাড়বেন রোহিত, দাবি শ্রীকান্তর" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/05/1730795952-43da065f26751e6a7f29ba68487163dd.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>অস্ট্রেলিয়ায় রান না পেলে টেস্ট ছাড়বেন রোহিত, দাবি শ্রীকান্তর</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2024/11/05/1443003" target="_blank"> </a></div> </div> <p>নিজের স্পিন ঘূর্ণিতেই ভারতকে নাকানিচুবানি খাইয়েছেন প্যাটেল । তবে ভারতকে হারানোর আগে তারাই আবার পন্তের ব্যাটিংয়ে ভীত ছিলেন। বাঁহাতি ব্যাটারের বিষয়ে এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে কিউই স্পিনার বলেছেন, ‘ঋষভ পন্ত যখন ক্রিজে নামল তখন প্রত্যেকে ভয়ে ছিল।’</p> <p>এই সিরিজে পন্তের জন্য কোনো বিশেষ পরিকল্পনা ছিল কিনা? এমনটা জানতে চাওয়া হলে প্যাটেল জানিয়েছেন, তাকেই সবচেয়ে বেশি টার্গেট করা হয়েছিল। বাঁহাতি স্পিনার বলেছেন, ‘এই সিরিজে পন্তকে সবচেয়ে বেশি টার্গেট করেছিলাম আমরা। মিডল অর্ডারে ব্যাটিংয়ের সময় সে ভয় পান না। সে তার মতো খেলে, ম্যাচে কি হয়েছে তা ভাবে না। তার দর্শন হচ্ছে যেহেতু তুমি ক্রিজে আছো যা চায় তাই কর। যদি সে আউটও হয় তাতেও কোনো সমস্যা নাই।’ </p>