<p>ফুটবলের মাঠে দারুণ সময় কাটছে বার্সেলোনার। লা লিগায় রিয়াল মাদ্রিদের চেয়ে কাতালানরা এগিয়ে আছে ৯ পয়েন্ট। মোনাকোর মাঠে অপ্রত্যাশিত হারের শোক কাটিয়ে ইউরোপিয়ান প্রতিযোগিতায় টানা দুই ম্যাচে প্রতিপক্ষের জালে গোলোৎসব করেছেন রাফিনিয়া-লামিন ইয়ামালার। ইয়াং বয়েসকে পাঁচ গোল দেওয়ার পর বায়ার্ন মিউনিখের জালে তারা বল পাঠিয়েছে চারবার।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আমির হোসেন আমু গ্রেপ্তার" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/06/1730881985-52a7eaf0b1d4c418e53f6743fc9a2ce5.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আমির হোসেন আমু গ্রেপ্তার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/11/06/1443432" target="_blank"> </a></div> </div> <p>স্বপ্নের পথচলায় সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ছয় ম্যাচ জিতে তারা গোল করেছে মোট ২৪টি। এর মধ্যে এল ক্লাসিকোতে রিয়ালের মাঠে এক অর্ধে চার গোল করার কীর্তিও আছে হ্যান্সি ফ্লিকের দলের। সংখ্যাটা সাতে উন্নীত করার স্বপ্ন নিয়ে আজ রাতে তারা খেলতে নামবে রেড স্টার বেলগ্রেডের মাঠে। এই ম্যাচে চার গোল করতে পারলে ইউরোপিয়ান প্রতিযোগিতায় ১৯৬০ সালের পর টানা তিন ম্যাচে চারের বেশি গোল করার নিজেদের রেকর্ড ছুঁবে বার্সেলোনা।</p> <p><img alt="এএফপি" height="600" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/online/2024/11/06/my1198/wadesdfgb.jpg" width="1000" /></p> <p>পার্ক দ্য প্রিন্সেসে পিএসজি আতিথ্য দেবে অ্যাতলেতিকো মাদ্রিদকে। প্রায় একই বিন্দুতে দাঁড়িয়ে দুই দল। ঘরোয়া আসরে শীর্ষে থাকলেও ইউরোপিয়ান প্রতিযোগিতায় বেশ ধুঁকছে পিএসজি। সহজ প্রতিপক্ষ পেয়েও তিন ম্যাচ থেকে তাদের অর্জন চার পয়েন্ট আর অ্যাতলেতিকোর তিন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="রিয়ালকে বিধ্বস্ত করল মিলান" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/06/1730867176-2244e7ca90c8869896f5c875f6db563e.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>রিয়ালকে বিধ্বস্ত করল মিলান</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2024/11/06/1443366" target="_blank"> </a></div> </div> <p>এই ম্যাচের ফল অনুকূলে না এলে ৩৬ দলের নতুন সংস্করণের লিগে প্লে-অফে ওঠার পথ অনেকটা দুরুহ হয়ে উঠবে পিএসজির। একই কথা প্রযোজ্য অ্যাতলেতিকোর জন্যও। সান সিরোয় ইন্টার মিলান মুখোমুখি হবে আর্সেনালের। তিন ম্যাচ শেষে দুই জয় এবং এক ড্রয়ে দুই দলের অর্জন সমান সাত পয়েন্ট। এই ম্যাচে জিতলে সরাসরি শেষ ষোলোর টিকিট পাওয়ার সমীকরণে বেশ সুবিধাজনক অবস্থানে পৌঁছে দেবে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ম্যানসিটির অপরাজেয় যাত্রা থামাল স্পোর্টিং লিসবন" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/06/1730870072-c8d91b7ea025219052f3f091a1f79fb5.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ম্যানসিটির অপরাজেয় যাত্রা থামাল স্পোর্টিং লিসবন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2024/11/06/1443380" target="_blank"> </a></div> </div> <p>প্লে-অফের এই সমীকরণে বেশ বেকায়দায় বায়ার্ন। এর আগের ম্যাচে বার্সেলোনার মাঠে তারা খেয়েছে চার গোল। এই ব্যর্থতা পেছনে ফেলে জয়ের ব্রুত নিয়েই তারা আতিথ্য দেবে বেনফিকাকে। ইএসপিএন</p>