<p>দীর্ঘ ৭ মাস পর ওয়ানডে সংস্করণে খেলতে নেমে ব্যাটিংয়ের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। তবে শুরুর ধাক্কা ভালোভাবে সামলিয়ে দলকে পথ দেখাচ্ছেন সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত।</p> <p>পাওয়ার প্লে শেষে বাংলাদেশকে ১ উইকেটে ৫৪ রানের সংগ্রহ এনে দিয়েছেন সৌম্য-শান্ত। প্রায় ৮ মাস পর ওয়ানডেতে সুযোগ পাওয়া সৌম্য ২৮ রানে অপরাজিত আছেন। অন্যদিকে অধিনায়ক শান্ত ব্যাটিং করছেন ১৭ রানে।</p> <p>আফগানিস্তানের দেওয়া ২৩৬ রানের লক্ষ্যে নেমে শুরুতেই অবশ্য তানজিদ হাসান তামিমকে (৩ রান) হারায় বাংলাদেশ। দলীয় ১২ রানের মাথায় আল্লাহ গজনফারের ক্যারম বলে বোল্ড হন বাঁহাতি ওপেনার। ওপেনিং সতীর্থকে হারালেও নিজের সহজাত ব্যাটিং করে যান সৌম্য। তিন নম্বরে নেমে তাকে সঙ্গ দেন বাংলাদেশি অধিনায়ক শান্ত। দুজনে মিলে ৪২ রানের অপরাজিত জুটি গড়েছেন দ্বিতীয় উইকেটে।</p> <p>এর আগে বোলিংয়ে দারুণ শুরু পেয়েছিল বাংলাদেশ। মোস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিংয়ে ৩৫ রানেই আফগানিস্তানের ৪ উইকেট তুলে নেয় বাংলাদেশ। কিন্তু পরে সেই ধাক্কা সামাল দেন ষষ্ঠ উইকেটে ১০৪ রানের জুটি গড়া হাশমতউল্লাহ শাহীদি (৫২) ও মোহাম্মদ নবী (৮৪)। দুজনের ফিফটিতে পরে ২৩৫ রান করে আফগানিস্তান। ৪ টি করে উইকেট নেন মোস্তাফিজ ও তাসকিন আহমেদ।</p>