<p>শারজায় বাংলাদেশকে সামনে থেকেই নেতৃত্ব দিচ্ছিলেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু হঠাৎ করে কি মনে করে যেন সুইপ শট খেলতে গেলেন তিনি। আর তাই কাল হলো তার। এর আগে বদলি উইকেটরক্ষক ইব্রাহিম আলিখিল জীবন দিলেও আফগানিস্তানের অধিনায়ক হাশমতউল্লাহ শাহীদি ঠিকই ক্যাচ লুফে নিলেন। যদিও তিনবারের চেষ্টায় মোহাম্মদ নবীর বলে ওঠা ক্যাচটি ধরেন তিনি।</p> <p>৪৭ রানে শান্ত বিদায় নিলে মেহেদী হাসান মিরাজের সঙ্গে তার ৫৫ রানের তৃতীয় উইকেটের জুটিও থেমে যায়। এর আগে দ্বিতীয় উইকেটে সৌম্য সরকারের সঙ্গেও ৫৩ রানের জুটি গড়েছিলেন তিনি। পরে দ্রুত ফিরে যান ২৮ রান করা মিরাজও। </p> <p>বাংলাদেশের দায়িত্ব নিতে এসে দ্রুত ফিরে গেছেন মাহমুদ উল্লাহ রিয়াদ (২) ও মুশফিকুর রহিমও (১)। ১৬ রানে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ এখন চাপে। এর আগে শান্তর মতোই ভুল করেছিলেন দীর্ঘ ৮ মাস পর ওয়ানডেতে সুযোগ পাওয়া সৌম্য। বড় শট খেলতে গিয়ে বাউন্ডারির কাছে ধরা পড়েন তিনি।</p> <p>অথচ, আজমতউল্লাহ ওমরজাইয়ের বলে আউট হওয়ার আগে দারুণভাবে ইনিংসটা শুরু করেছিলেন সৌম্য। ৪৫ বলে ৬ চারে ৩৩ রানের ইনিংস খেলে থিতু হয়েছিলেন তিনি। কিন্তু ইনিংস বড় করার আগেই ভুল করে বসলেন। এর আগে দলীয় ১২ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ব্যক্তিগত ৩ রানে আল্লাহ গাজনফরের ক্যারম বল বুঝে উঠার আগেই বোল্ড হন ওপেনার তানজিদ হাসান তামিম।</p> <p>পাঁচ উইকেট হারানো বাংলাদেশকে পথ দেখানোর দায়িত্ব এখন হৃদয়ের কাঁধে। ১০ রান করে অপরাজিত আছেন হৃদয়। প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১৩৬ রান। জয়ের জন্য বাংলাদেশের আরও প্রয়োজন ১০০ রান। হাতে ৪ উইকেটের সঙ্গে আছে ১০৭ বল।</p>