<p>চোট কাটিয়ে এক বছর পর মাঠে ফিরেছিলেন নেইমার জুনিয়র। তবে গত সোমবার দ্বিতীয় ম্যাচে খেলতে নেমে আবারও চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি। মাঠ ছাড়ার পর নেইমার আশা করেছিলেন, গুরুতর কিছু হয়নি। তবে তেমনটা হয়নি। জানা গেছে এবারও এক মাসের জন্য মাঠের বাইরে যেতে হচ্ছে তাকে। </p> <p>এক বিবৃতিতে নেইমারের ক্লাব আল হিলালের পক্ষ থেকে জানানো হয়েছে, স্ক্যানে নেইমারের হ্যামস্ট্রিংয়ে চিড় ধরা পড়েছে। তাই নেইমারকে এবার ৪ থেকে ৬ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।</p> <p>গতকাল নেইমারের ক্লাব কোচ হোর্হে জেসুস বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে, এটা সহজ কোনো চোট নয়। সে মনে হয় পেশির চোটে ভুগছে, এটা হাঁটুর চোট নয়।’</p> <p>চোট কাটিয়ে গত ২১ অক্টোবর আল হিলালের হয়ে মাঠে ফিরেছিলেন তিনি। চোটের কারণে এই মৌসুমে তাকে সৌদি প্রো লিগে নিবন্ধন করায়নি আল হিলাল। আপাতত এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচগুলোতে খেলতে পারবেন তিনি।</p>