<p>আগামী ফেব্রুয়ারি–মার্চে চ্যাম্পিয়নস ট্রফি খেলে ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানাবেন আফগানিস্তানের তারকা অলরাউন্ডার মোহাম্মদ নবী। </p> <p>গতকাল রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) পোস্ট করা একটি ভিডিওতে নবী নিজেই এ ঘোষণা দেন। পরে ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেন এসিবির প্রধান নির্বাহী নসিব খান।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="দুই ম্যাচ নিষিদ্ধ আলজারি জোসেফ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/08/1731048960-e7eb02adc7846fe2143ffee1afca96ea.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>দুই ম্যাচ নিষিদ্ধ আলজারি জোসেফ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2024/11/08/1444217" target="_blank"> </a></div> </div> <p>ওয়ানডেতে মোহাম্মদ নবীর অভিষেক হয় ২০০৯ সালে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে। এর পর খেলেছেন টানা ১৫ বছর ধরে। ১৬৫টি ম্যাচ খেলে করেছেন ৩৫৪৯ রান, নিয়েছেন ১৭১ উইকেট। এই সংস্করণে আফগানিস্তানের শীর্ষ রানসংগ্রাহক ও শীর্ষ উইকেটশিকারি হিসেবে তিনি দুইয়ে আছেন। </p> <p>এর আগে ২০১৯ সালে টেস্ট ক্রিকেটকে বিদায় জানান এই অলরাউন্ডার। তবে আফগানিস্তানের হয়ে টি–টোয়েন্টি খেলে যাবেন। এই সংস্করণে ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপেও দেখা যেতে পারে ৩৯ বছর বয়সী এই অলরাউন্ডারকে। </p>