<p>আফগানিস্তানের বিপক্ষে আগামীকাল দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ। শারজায় সমতায় ফেরানো ম্যাচে নামার আগে বাংলাদেশ ভুলতে পারছে না পুরনো স্মৃতি। স্মৃতি না বলে অবশ্য বলা ভালো দুঃসহ স্মৃতি। সেটিও খুব বেশি পুরনো নয় মাত্র দুই দিন আগের।</p> <p>জয় পাওয়া ম্যাচ কিভাবে হারতে হয় সেটার বাস্তব প্রমাণ যেন সেদিন দিয়েছিল বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে অবিশ্বাস্য ব্যাটিং ধসে ৯২ রানের পরাজয়ে। অথচ একটা সময় ২ উইকেটে ১২০ রান তুলেছিলেন নাজমুল হোসেন শান্তরা। আফগানিস্তানের দেওয়া ২৩৬ রানের টার্গেটের অর্ধেকের বেশি রান তুলেছিল বাংলাদেশ। সেই তারাই দলীয় খাতায় ২৩ রান যোগ করতে না করতেই পরের ৮ উইকেট হারায়। বাংলাদেশ অলআউট হয় ১৪৩ রানে।</p> <p>বালুর ঘরের মতো ভেঙে যাওয়ার আগে তৃতীয় উইকেটে ৫৫ রানে জুটি গড়ে বাংলাদেশকে পথ দেখাচ্ছিলেন শান্ত-মেহেদী হাসান মিরাজ। দুজনে সেট হয়েও ইনিংস বড় না করে দ্রুত পথ ধরেন ড্রেসিংরুমের। থিতু হয়েও শেষ করতে না পারায় তাই নিজেদের দোষ স্বীকার করছেন অলরাউন্ডার মিরাজ। ব্যাটিং ধস নিয়ে আজ শারজায় সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘ধারণা করতে পারবেন না কোন বল টার্ন করবে, কোন বল সোজা চলে যাবে। হঠাৎ করেই হয়েছিল। সেই সময়টা আমিও ভুল করেছি, শান্তও ভুল করেছে। এটা নিয়ে আলোচনা করেছি। আমার মনে এই উইকেটে সেট ব্যাটারদের শেষ করে আসা উচিত ছিল। এটা আমি শান্ত দুজনেই ভুল করেছি।’</p> <p>উইকেট পরের ব্যাটারদের জন্য আরও কঠিন হবে বলেও নাকি দুজনে আলোচনা করেছিলেন এমনটা জানিয়েছেন মিরাজ। আক্ষেপ করে তিনি বলেছেন, ‘হ্যাঁ, ওই সময় আমরা দুজন যেভাবে সেট ছিলাম আমাদের দুজনের ভেতরে একজনের শেষ করা উচিত ছিল। কারণ আমি শান্তকে বারবার বলছিলাম এই উইকেটে আমাদের দুজনের যেহেতু খেলতে সমস্যা হচ্ছে পরের ব্যাটারদের জন্য অনেক কঠিন হবে।'</p> <p>তবে সিরিজ জয়ের আশা এখনো শেষ হয়নি বলে জানিয়েছেন মিরাজ। তিনি বলেছেন, ‘এখনো সুযোগ আছে আমাদের। এক ম্যাচ হেরেছি, এখনো দুটি বাকি আছে। তবে দুই ম্যাচ চিন্তা না করে পরেরটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। যেহেতু আমরা ব্যাকফুটে আছি।’</p>