<p>ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হারা ম্যাচে দারুণ একটি রেকর্ড গড়েছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার হেনরিখ ক্লাসেন। এক পঞ্জিকাবর্ষে ১০০ ছক্কা মারার কীর্তি গড়েছেন তিনি। </p> <p>গতকাল ডারবানে ভারতের বিপক্ষে ম্যাচে ২২ বলে ২৫ রানের ইনিংস খেলার পথে একটি ছক্কা মারেন ক্লাসেন। এতেই স্বীকৃত টি-টোয়েন্টিতে এই রেকর্ডের মালিক বনে যান তিনি। </p> <p>এর আগে এক পঞ্জিকাবর্ষে ১০০ ছক্কা মারার কীর্তি ছিল শুধু ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারদের দখলে। ক্যারিবীয় তিন ক্রিকেটার—ক্রিস গেইল, নিকোলাস পুরান ও আন্দ্রে রাসেল এই রেকর্ড গড়েছিলেন।  ক্লাসেন প্রথম নন-ওয়েস্ট ইন্ডিয়ান, যিনি এই কীর্তি গড়েন।  </p> <p>গেইল এক পঞ্জিকাবর্ষে ১০০ ছক্কা মেরেছেন মোট ৬ বার। ২০১১ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত মাঝখানে ২০১৪ বাদ দিয়ে প্রতি বছর ন্যূনতম ১০০টি করে ছক্কা মারেন। </p> <p>এ তালিকার দ্বিতীয় ব্যাটার আন্দ্রে রাসেল ২০১৯ সালে ছক্কা মারেন ১০১টি। আর নিকোলাস পুরান চলতি বছর এখন পর্যন্ত নিকোলাস পুরান ছক্কা মেরেছেন ১৬৫টি। সামনে আরো সুযোগ আছে রেকর্ডটিকে ধরাছোঁয়ার বাইরে নিয়ে যাওয়ার।  এবার তাদের ক্লাবে নাম লেখালেন দক্ষিণ আফ্রিকান ব্যাটার ক্লাসেন। ৪৯ ইনিংস খেলে তিনি বরাবর ১০০টি ছক্কা হাঁকান। </p>