<p>এই মৌসুমে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। তবে বার্নাব্যুতে আসার পর থেকে নিজের সেরা ছন্দে ফিরতে পারেননি বিশ্বকাপ জয়ী এই ফুটবলার। ফর্মে ফিরতে লড়াই করেছেন প্রতিনিয়ত। তার সেরা ফর্মে না ফেরা ভোগাচ্ছে রিয়ালকেও। তাই স্বাভাবিকভাবেই ক্যারিয়ারের কঠিন সময় পার করছেন তিনি। তবে এই কঠিন সময়ে কোচ আনচেলত্তিকে পাশে পাচ্ছেন এমবাপ্পে। </p> <p>লা লিগায় আজ ওসাসুনার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেছেন, ‘অন্যসবার মতোই এমবাপ্পে মানসিকভাবে একটু অস্বস্তিতে আছে। কিন্তু মনোবল হারায়নি। এই কঠিন সময়টি পার করতে সে দৃঢ়প্রতিজ্ঞ। ওর ওপর আমি বিশ্বাস রাখছি।’</p> <p>গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ এবং লা লিগা জেতা রিয়াল এল ক্লাসিকোতে বার্সেলোনার কাছে ৪-০ গোলে এবং চ্যাম্পিয়নস লিগে এসি মিলানের কাছে ৩-১ গোলে হেরেছে। দুটি ম্যাচেই চরম ব্যর্থ হয়েছেন এমবাপ্পে। একের পর এক সুযোগ মিস করেছেন। তাই তাকে একাদশে রাখা নিয়েও এখন প্রশ্ন উঠছে। </p> <p>আনচেলত্তি বলেছেন ভিন্ন কথা, ‘এমবাপ্পের যা সমস্যা, অন্যদেরও তাই। আপনি ভিনিসিয়ুস, রদ্রিগো অথবা বেলিংহামকে দেখুন, সবাই এখন কঠিন সময় পার করছে। এখন কাউকে (বেঞ্চে) বসিয়ে দিলেই সমাধান হবে না। আপনাকে এটি (দুঃসময়) মোকাবেলা করতে হবে।’</p> <p>এই মৌসুমে ১৫ ম্যাচে ৮ গোল করেছেন এমবাপ্পে, যদিও এর মধ্যে তিনটি পেনাল্টি ছিল। এর মধ্যে গত পাঁচ ম্যাচে তার গোল কেবল একটি। স্বাভাবিকভাবেই তিনি ক্যারিয়ারের কঠিন সময় পার করছেন। চারদিক থেকে ভেসে আসছে সমালোচনা। </p> <p>আনচেলত্তি অবশ্য বলেছেন, ‘এমবাপ্পে ভালোভাবে অনুশীলন করে যাচ্ছেন, দ্রুতই সে নিজের সেরা ফর্মে ফিরে আসবে।’</p> <p>আসন্ন নেশন্স লিগের দলে এমবাপ্পে রাখেননি ফ্রান্স কোচ দিদিয়ের দেশম। তাকে বাদ দেওয়ার বিষয়ে কোনো কথা বলেননি আনচেলত্তি। তিনি বলেছেন, ‘এটা জাতীয় দলের কোচের ব্যাপার এবং তার সিদ্ধান্তের বিচার করার অধিকার আমার নেই। তিনি সিদ্ধান্ত নিয়েছেন এবং তা মেনে নিতে হবে।’</p>