<p>প্রথম ম্যাচের মতো আজও শুরুতেই উইকেট এনে দিয়েছিলেন তাসকিন আহমেদ। তবে সেই ধাক্কা সামলিয়ে এগিয়ে যাচ্ছিল আফগানিস্তান। দ্বিতীয় উইকেটে দারুণ এক জুটি গড়ে বাংলাদেশকে হতাশা উপহার দিচ্ছিলেন সেদিকউল্লাহ অতল ও রহমত শাহ।</p> <p>একটা উইকেটের জন্য বাংলাদেশ যখন হাপিত্যেশ করছিল ঠিক তখনই সুযোগটা এনে দিলেন নাসুম আহমেদ। তাকে দারুণ সঙ্গ দিলেন মেহেদী হাসান মিরাজও। ১৭তম ওভারের প্রথম বলে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে শূন্যে লাফ দিয়ে অবিশ্বাস্য এক ক্যাচ ধরেন মিরাজ। এতে থেমে যায় ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচ খেলতে নামা সেদিকউল্লাহর ৩৯ রানের ইনিংসটি। </p> <p>সেদিকউল্লাহ আউট হলে ভেঙে যায় ৫২ রানের জুটিও। তবে সতীর্থ বিদায় নিলেও নিজের সহজাত ব্যাটিং করে যাচ্ছেন রহমত। তৃতীয় উইকেটে অধিনায়ক হাশমতউল্লাহ শাহীদির সঙ্গে ৩১ রানের জুটি গড়েছেন তিনি। প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানদের সংগ্রহ ২ উইকেটে ১০১ রান। জয়ের জন্য তাদের প্রয়োজন এখনো ১৫২ রান। ৩৭ রানে অপরাজিত আছেন রহমত। আর ২৫ রানে ক্রিজে আছেন শাহীদি।</p> <p>এর আগে দলীয় ১৮ রানে বাংলাদেশকে প্রথম উইকেট এনে দেন তাসকিন। রহমানউল্লাহ গুরবাজে ব্যক্তিগত ২ রানে আউট করে। প্রথম ম্যাচেও গুরবাজকে আউট করেছিলেন বাংলাদেশি পেসার।</p>