<p>বর্তমানে রিয়াল মাদ্রিদের ডিফেন্সে টালমাটাল অবস্থা। কারভাহাল এবং মিলিতাও এই মৌসুমের জন্য দল থেকে ছিটেকে গেছেন। লুকাস ভাসকেস এবং আলাবাও আছেন ইনজুরিতে। এমতাবস্থায় তাদের শূন্যস্থান পূরণে বিকল্প কাওকে খুঁজছে ক্লাবটি।</p> <p>এর মধ্যে আলোচনায় উঠে এসেছে রিয়াল মাদ্রিদের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি সার্জিও রামোসের নাম। আলোচনার কারণ রিয়াল মাদ্রিদের কিংবদন্তি ফুটবলার গুটি চেয়েছিলেন, তার সাবেক দল রামোসকে ফের দলে নিক। গুটি বলেন, ‘আমি রামোসকে বেছে নেব।’ রামোসও রিয়ালে ফিরতে আগ্রহী বলে জানা গেছে। </p> <p>স্প্যানিশ গণমাধ্যম ফিচাজেসের প্রতিবেদন অনুসারে, ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ রামোসের জন্য এক বছরের চুক্তির পরিকল্পনা করছেন। ক্লাব বোর্ড এবং রামোস উভয়ই এই চুক্তির বিষয়ে ইতিবাচক। </p> <p>তবে এএসের এক প্রতিবেদনে বলা হয়েছে, রামোসকে ফেরাতে আগ্রহী নন রিয়াল। তার ফেরাটাকে ‘অসম্ভব’ বলা হয়েছে প্রতিবেদনে। ৩৮ বছর বয়সী এই ডিফেন্ডারের ফিটনেস নিয়েও নাকি সন্দিহান ক্লাবটি। তা ছাড়া সে এখন পেশাদার খেলার বাইরে, এটাও একটা কারণ হতে পারে না ফেরানোর। </p> <p>১৬ বছর খেলে ২০২১ সালে রিয়াল ছেড়ে যাওয়ার পর পিএসজিতে ছিলেন দুই মৌসুম। গত মৌসুমে সেভিয়াতে খেলে বর্তমানে ফ্রি এজেন্ট হিসেবে আছেন রামোস। </p> <p>এএসের রিপোর্ট অনুসারে, রামোস নয়, রিয়ালের চোখ অন্যদিকে। এমেরিক লাপোর্তেকে দলে নিতে চায় ক্লাবটি। বর্তমানে আল নাসরে খেলা এই ডিফেন্ডারকে পেতে আগামী জানুয়রির ট্রান্সফার উইন্ডোতে সব ধরনের চেষ্টা চালাবে ক্লাব ম্যানেজমেন্ট।</p>