<p>শুধু ওয়ানডে সিরিজেই হারেনি বাংলাদেশ, আফগানিস্তানের কাছে আরেক জায়গায়ও হার মেনেছে। আফগানদের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হেরে যাওয়ায় আইসিসি র‌্যাংকিংয়েও অবনতি হয়েছে বাংলাদেশের।</p> <p>বাংলাদেশের জায়গাটাই এখন আফগানদের দখলে। শারজায় সিরিজ শেষেই র‌্যাংকিং হালনাগাদ করেছে আইসিসি। তাতে দেখা যায় ৮ থেকে ৯ নম্বরে নেমে গেছে বাংলাদেশ। অন্যদিকে সিরিজ জয়ের ফল ভোগ করছে আফগানিস্তান। তারা ৯ থেকে ৮ নম্বরে উঠে এসেছে।</p> <p style="text-align:center"><img alt="6363" height="600" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/Bhanu/দাদাদ.jpg" width="1000" /></p> <p>শারজায় দ্বিপক্ষীয় সিরিজ শুরুর সময় বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ৮৬। সিরিজ হারায় আফগানিস্তানের মতো বাংলাদেশর পয়েন্টও এখন সমান ৮৫। তবে ভগ্নাংশের ব্যবধানে রশিদ খান-মোহাম্মদ নবিদের পেছনে পড়েছে নাজমুল হোসেন শান্ত-তাসকিনরা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="গুরবাজের সেঞ্চুরির কাছে হার মানল বাংলাদেশ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/12/1731348275-e92067f18195ca127db8f3e59ce6752e.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>গুরবাজের সেঞ্চুরির কাছে হার মানল বাংলাদেশ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2024/11/12/1445597" target="_blank"> </a></div> </div> <p>বাংলাদেশের অবনতি হলেও আইসিসি র‌্যাংকিংয়ে শীর্ষ সাতে কোনো পরিবর্তন নেই। ১১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ভারত। রোহিত শর্মার দলের পরেই আছে যথাক্রমে অস্ট্রেলিয়া, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও ইংল্যান্ড।</p>