<p>সম্প্রতি আইসিসি র‍্যাঙ্কিং তালিকা প্রকাশ করেছে। সে তালিকায় ওয়ানডে ব্যাটিং র‍্যাংকিংয়ে ক্যারিয়ারের সেরা স্থানে উঠেছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ১১ ধাপ উন্নতি করে ২৩তম স্থানে এই ব্যাটার।</p> <p>ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন মেহেদি হাসান মিরাজও। বোলিংয়ে ৯ ধাপ উন্নতি করে ২৩তম স্থানে রয়েছেন তিনি। অলরাউন্ডারদের তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে তার নাম। তালিতায় শীর্ষে  আফগানিস্তানের অভিজ্ঞ মোহাম্মদ নবি। </p> <p>অস্ট্রেলিয়ার বিপক্ষে সাম্প্রতিক সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন পেসার শাহিন আফ্রিদি। দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশভ মহারাজকে পেছনে ফেলেন ওয়ানডে বোলার র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান অর্জন করেছেন আবারও। আফগানিস্তানের স্পিনার রশিদ খান দ্বিতীয় স্থানেই রয়ে গেছেন। হারিস রউফ ১৪ ধাপ এগিয়ে ১৩তম স্থানে উঠে এসেছেন। </p> <p>অন্যদিকে শীর্ষস্থান ধরে রেখেছেন বাবর আজমও। ওয়ানডে ব্যাটার র‍্যাঙ্কিংয়ে সবার উপরে তিনি। সাম্প্রতিক সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮০ রান সংগ্রহ করে মাত্র একবার আউট হয়েছেন তিনি। </p> <p>টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে অলরাউন্ডারদের তালিকায় ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন শীর্ষে রয়েছেন। আদিল রশিদ সেরা বোলার। বোলার হিসেবে শ্রীলঙ্কার স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা চার ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে পৌঁছেছেন। </p>