<p>আর্জেন্টিনার শীর্ষ লিগের ক্লাব দেপোর্তিভো রেইসত্রা গত সোমবার ভেলেজ সার্সফিল্ডের বিপক্ষে একজন ইউটিউবারকে মাঠে নামিয়েছিল। সেই সময় তাকে ম্যাচের জন্য রেইসত্রার একাদশে দেখেই চমকে উঠেছেন অনেকে। অবশ্য খেলা শুরুর এক মিনিটের মধ্যে তাকে মাঠ থেকে উঠিয়ে নেওয়া হয়। ঘটনার পর ব্যাপারটি নিয়ে সমালোচনা হয়েছে অনেক। তবে এখন শুধু আলোচনা-সমালোচনায় সীমাবদ্ধ থাকছে না। এই ঘটনার পেছনে অনৈতিক কোনো উদ্দেশ্য বা অবৈধ বাজির ব্যাপার আছে কি না, তা খতিয়ে দেখছে দা আর্জেন্টাইন জাস্টিস ডিপার্টমেন্ট।</p> <p>পাবলিক প্রসিকিউটরের কার্যালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওই ইউটিউব তারকা ও তাকে মাঠে নামানো ক্লাবের কোচ ক্রিস্তিয়ান ফাবিয়ানি কোনো অবৈধ প্ল্যাটফর্মে জোয়াড়িদের আকৃষ্ট করতে চেয়েছেন কি না, তা তদন্ত করে দেখা হবে।</p> <p>এছাড়াও আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনও (এএফএ) এই ঘটনা নিয়ে ‘এথিকস ট্রাইবুনাল’-এর মাধ্যমে তদন্ত কার্যক্রম শুরু করেছে। আর্জেন্টাইন ফুটবলের ‘ভাবমূর্তি ও বিশুদ্ধতা ক্ষতিগ্রস্থ’ হয়েছে বিবেচনা করে ব্যাপারটি খতিয়ে দেখছে তারা।</p> <p>স্থানীয় ক্রীড়া দৈনিক ওলেকে এএফএ সভাপতি ক্লাউদিও তাপিয়া বলেন, “যখন আমরা কোনো কিছু পছন্দ করি না, তখন তা শুধরে দিতে হবে আমাদের।”</p> <p>ইভান বুহাজেরুক ফের্নান্দেস নামের এই  ইউটিউবার ও ইনফ্লুয়েন্সার হিসেবে আর্জেন্টিনায় তুমুল জনপ্রিয়। ইউটিউবে তার সাবস্ক্রাইবার প্রায় ৮০ লাখ, ইনস্টাগ্রামে অনুসারী ৫০ লাখের বেশি। এ ছাড়া আমেরিকান ভিডিও লাইভ-স্ট্রিমিং সাইট টুইচ-এ তার অনুসারী ১ কোটির কাছাকাছি। পেশাদার ফুটবলে কোনো অভিজ্ঞতা না থাকলেও ওই ইনফ্লুয়েন্সারকে মাস দুয়েক আগে চুক্তিবদ্ধ করে দেপোর্তিভো রেইসত্রা এবং আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনে তাকে নিবন্ধন করানো হয়।</p> <p>সমালোচনার  মুখে ক্লাবটি বিবৃতি দিয়ে দুঃখপ্রকাশ করে। “দুর্ভাগ্যজনকভাবে, এ বিপণন উদ্যোগটি প্রচুর নেতিবাচক মতামতের জন্ম দিয়েছে। যারা এই ঘটনায় আহত হয়েছে, তাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি আমরা। ভেলে সারফিল বা আর্জেন্টাইন ফুটবলকে অসম্মান করার ইচ্ছে আমাদের কোনোভাবেই ছিল না।”</p>