<p>মাঠে ফিরছেন তামিম ইকবাল। জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি সংস্করণ দিয়ে ব্যাট-বলের লড়াইয়ে ফিরতে চাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন অনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে থাকা ওপেনার। তার ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির নির্বাচক হান্নান সরকার।</p> <p>তবে তামিমকে খেলতে হলে ফিটনেস টেস্ট দিয়েই ফিরতে হবে বলে জানিয়েছেন হান্নান। নির্বাচক বলেছেন, ‘তামিম খেললে স্বাভাবিকভাবেই চট্টগ্রাম বিভাগের হয়ে খেলবে। টি-টোয়েন্টি সংস্করণে সে খেলবে। কয়টা ম্যাচ খেলবে, কখন খেলবে- এই বিষয়গুলোর জন্য আমাদের হাতে এখনো সময় আছে। এর আগে আমরা আলোচনা করব। তবে হ্যাঁ, এনসিএল টি-টোয়েন্টি খেলার ব্যাপারে সে আগ্রহ প্রকাশ করেছে।’</p> <p>ফিটনেস নিয়ে হান্নান বলেছেন, ‘ফিটনেস টেস্ট সবাইকে দিতে হবে। এটা আমাদের খুবই মৌলিক মানদণ্ড। ফিটনেস টেস্টে সে অবতীর্ণ হবে। সেখানে একটা লক্ষ্যমাত্রা থাকবে। সেটা স্পর্শ করতে হবে। কিছু কিছু সিনিয়র ক্রিকেটারের ক্ষেত্রে আমরা ফিটনেস টেস্টের মানদণ্ড স্পর্শ না করলেও তাদের সুযোগ দিয়েছি। জাতীয় লিগ এখনো খেলছে। তামিমকেও এই মানদণ্ডের ভেতর দিয়ে আসতে হবে।’</p> <p>এবারের টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। আর টুর্নামেন্টর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে পারে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে।</p>