<p>দক্ষিণ আফ্রিকাকে ১১ রানে হারিয়ে চার ম্যাচ সিরিজের টি-টোয়েন্টিতে ২-১ ব্যবধানে এগিয়ে গেল ভারত। আগামীকাল শুক্রবার শেষ ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত হবে সূর্যকুমার যাদবের দলের। দক্ষিণ আফ্রিকা জিতলে ড্র হবে সিরিজ। </p> <p>গতকাল বুধবার সেঞ্চুরিয়ান সুপারস্পোর্ট পার্কে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২১৯ রান করে ভারত। জবাব দিতে নেমে ৭ উইকেট হারিয়ে ২০৮ রান করলে ১১ রানে হেরে যায় মারক্রামের দল।</p> <p>সেঞ্চুরিয়ানে টস হেরে ব্যাটিং করতে নেমে রানের খাতা খোলার আগেই উইকেট হারায় ভারত। তবে এর পর সামলে নেন অভিষেক শর্মা ও তিলক ভার্মা।  দ্বিতীয় উইকেটে ১০৭ রানের জুটি করেন দুজন। টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ফিফটি (২৫ বলে ৫০) হাঁকিয়ে অভিষেক আউট হলেও তিলক খেলেন অপরাজিত ১০৭ রানের দুদান্ত ইনিংস। ৭ ছক্কা ও ৮ চারে ইনিংসটি সাজান তিলক। শেষ দিকে হার্দিক পান্ডিয়ার ১৮ ও রমনদ্বীপ সিংয়ের ১৫ রানের সুবাদে ২১৯ রান তুলে ভারত। </p> <p>এ ম্যাচে ২০০ রান করেই বিশ্বরেকর্ড করে ভারত। চলতি বছরে মোট ৮ বার ২০০ রান করেছে ভারতীয়রা। এর আগে স্বীকৃত টি-টোয়েন্টিতে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ৭ বার ২০০ বার তার বেশি রান করার কৃতিত্ব ভারত (২০২৩), জাপান (২০২৪) ও বার্মিংহাম বিয়ার্সের (২০২২)।</p> <p>জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ৮৪ রানে ৪ উইকেট হারানোর পর পঞ্চম উইকেটে ৫৮ রানের জুটি করেন ডেভিড মিলার ও হেনরিখ ক্লাসেন। মিলার আউট হন ১৮ বলে ১৮ রান করে। ক্লাসেন করেন ২২ বলে ৪১ রান। দক্ষিণ আফ্রিকার হয়ে একমাত্র ফিফটি করেন মার্ক জানসেন। ৫ ছক্কা ৪ চারে ১৭ বলে ৫৪ রান করেন তিনি। এতে ২০৮ রানে থামে দক্ষিণ আফ্রিকা।</p> <p>ভারতের হয়ে ৩ উইকেট নেন আর্শদ্বীপ সিং। বরুণ নেন ২টি। </p>