<p>মাঠে খেলোয়াড়দের দক্ষতায় জয় পায় দলগুলো। তবে এর বাইরে ম্যাচে দর্শকের প্রভাবও থাকে। দারুণ কিছু করতে খেলোয়াড়দের উদ্বদ্ধু করতে গ্যালারি থেকে সাহস জোগান দর্শক-সমর্থকরা। সেটা হয় জার্সি পরে কিংবা কখনো প্রিয় কোনো খেলোয়াড় কিংবা দলের নাম ধরে গগনবিদারী চিৎকারে।</p> <p>এই সুবিধাটাই যাতে প্রতিপক্ষ দল কিংবা সেই দলের কোনো খেলোয়াড় নিতে না পারে তা বন্ধ করতে ভিন্ন এক পথ বেছে নিয়েছে প্যারাগুয়ে। ম্যাচের দিন তাই গ্যালারিতে লিওনেল মেসিসহ আর্জেন্টিনার জার্সিই নিষিদ্ধ করে দিয়েছে প্যারাগুয়ে ফুটবল ফেডারেশন। অনেকে মনে করছেন মেসি-ম্যানিয়া যাতে না হয় তাই এমনটা করেছে প্যারাগুয়ে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="প্যারাগুয়েতে আর্জেন্টিনার জার্সি নিষিদ্ধ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/12/1731402264-e91c6b309c7c255e320cc048d2ad386f.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>প্যারাগুয়েতে আর্জেন্টিনার জার্সি নিষিদ্ধ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2024/11/12/1445742" target="_blank"> </a></div> </div> <p>প্যারাগুয়ে নিষিদ্ধ করলেও আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি ভিন্ন কিছুই মনে করছেন। তার মতে, মেসির জনপ্রিয়তা সারা বিশ্বে। তার জনপ্রিয়তা সব কিছুর ঊর্ধ্বে। গতকাল সংবাদ সম্মেলনে এ নিয়ে তিনি বলেছেন, ‘প্যারাগুয়ের ফুটবলারদের জন্য জাতীয় দলের জার্সি পরা হোক সবাই চায়। কিন্তু লিও (মেসি) সব কিছুর ঊর্ধ্বে। তাই আর্জেন্টিনার জার্সি থাকবে। এর অর্থ এই নয় যে তারা (স্থানীয় দর্শক) প্যারাগুয়েকে সমর্থন করে না। আমার মতে, সে কী, ফুটবলসংশ্লিষ্ট লোকদের এই স্বীকৃতি দেওয়ার ব্যাপারটি দারুণ। এটা এমন না যে জার্সি থাকলেই আর্জেন্টিনার সমর্থক হয়ে যাবেন।’</p> <p>আগামীকাল ভোর সাড়ে ৫টায় প্যারাগুয়ের মাঠে আতিথেয়তা নেবে আর্জেন্টিনা। এই ম্যাচ সামনে রেখেই প্যারাগুয়ের ফুটবল ফেডারেশনের লাইসেন্সিং ম্যানেজার ফার্নান্দো ভিলাসবোয়া জার্সি নিষিদ্ধের বিষয়ে বলেছিলেন, ‘স্থানীয় পর্যায়ে এরই মধ্যে সতর্কবার্তা দিয়েছি। প্যারাগুয়ে কিংবা নিরপেক্ষ জার্সি ছাড়া কাউকে গ্যালারিতে ঢোকার অনুমতি দেওয়া হবে না। যারা প্রতিপক্ষের জার্সি পরে আসবেন তারা স্টেডিয়ামে থাকতে পারবেন না।’</p>