<p>বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমানের মৃত্যুর পর যেন অথৈ সমুদ্রে পড়েছে তার পরিবার। স্বামীকে হারিয়ে আর্থিক টানাপড়েনে পুড়েছেন স্ত্রী লাবণ্য রহমান। প্রয়াত জিয়ার পরিবারের এমন দুর্দশা শিরোনামে আসার পর সহায়তার হাত বাড়িয়েছেন তামিম ইকবাল।</p> <p>মিরপুরে আজ জিয়ার স্ত্রী লাবণ্য ও তাদের একমাত্র ছেলে তাহসিন তাজওয়ারের হাতে ৫ লাখ টাকার একটি চেক দিয়েছেন তামিম। তামিমের উদারতার বিষয়ে সংবাদমাধ্যমকে লাবণ্য বলেছেন, ‘তামিম আমাদের বলেছেন যেকোনো সমস্যায় যেন উনার সঙ্গে যোগাযোগ রাখি। আমার ছেলেকে পড়াশোনা ও খেলাধুলায় মনোযোগ দিতে বলেছেন।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="খেলতে খেলতেই চলে গেলেন গ্র্যান্ডমাস্টার জিয়া" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/07/06/1720209792-188433fe2a8626bafb160c2c0161ce88.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>খেলতে খেলতেই চলে গেলেন গ্র্যান্ড মাস্টার জিয়া</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/print-edition/first-page/2024/07/06/1403777" target="_blank"> </a></div> </div> <p>জিয়ার ছেলে তাহসিন ফিদে মাস্টার। বাবার মৃত্যুতে তার গ্র্যান্ড মাস্টার হওয়ার স্বপ্নটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। তবে সেই স্বপ্নে পূরণে পাশে থাকার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির বিষয়ে লাবণ্য বলেছেন, ‘সিইও সুজন (প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী) আমাকে সভাপতি বরাবর একটা আবেদন করতে বলেছেন। বিসিবি তাহসিনের পরের টুর্নামেন্টে সহযোগিতা করতে চায়।’</p> <p>গত জুলাইয়ে দাবা ফেডারেশনে ম্যাচ চলাকালীন সময়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন জিয়া। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৫০ বছর।</p>