<p>নিষেধাজ্ঞার কারণে আর্জেন্টিনার হয়ে সর্বশেষ দুই ম্যাচে ছিলেন না এমিলিয়ানো মার্তিনেস। এতে বলিভিয়ার বিপক্ষে করা  লিওনেল মেসির হ্যাটট্রিকের উদযাপন মাঠ থেকে করতে পারেননি আর্জেন্টিনার গোলরক্ষক।</p> <p>তবে আজ ভোরে আরেকটি এমন উদযাপন করার সুযোগ পাইলেও পেতে পারেন মার্তিনেস। টানা দ্বিতীয় হ্যাটট্রিক মেসি করতে পারবেন কি না, তা অবশ্য নিশ্চিত করা বলা কারো পক্ষে সম্ভব নয়। তবে ভোর সাড়ে ৫টায় প্যারাগুয়ের বিপক্ষে তিন কাঠির নিচে অ্যাস্টন ভিলার গোলরক্ষক যে থাকছেন তা নিশ্চিত।</p> <p>বলিভিয়ার বিপক্ষে খেলানো একাদশ নিয়েই মাঠে নামবে আর্জেন্টিনা এমন ইঙ্গিত দিয়েছেন লিওনেল স্কালোনি। অবশ্য আর্জেন্টিনার কোচ কিছুটা পরিবর্তনের আভাসও দিয়ে রেখেছেন। সেই জায়গায় মার্তিনেসের ফেরাটা অনেকটাই নিশ্চিত। কারণ এবারে ফিফা উইন্ডোর দুই ম্যাচে আলবিসেলেস্তারা জিততে পারলেই ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। নিশ্চিতভাবেই এই সুযোগ নিতে দলের সেরা গোলরক্ষককে নামাতে ভুল করবেন না স্কালোনি।</p> <p>সংবাদ সম্মেলনে একাদশের বিষয়ে স্কালোনি বলেছেন, ‘একাদশের বিষয়ে অনেকটাই সিদ্ধান্ত নিয়েছি। বলিভিয়ার বিপক্ষে খেলা শেষ ম্যাচের মতোই হবে। তবে খেলোয়াড়দের কাছে নিশ্চিত করিনি, কারণ আমার কিছুটা দ্বিধা রয়েছে।’</p> <p>আক্রমণভাগে বলিভিয়ার বিপক্ষে গোল পাওয়া তিন নায়কই থাকছেন। অধিনায়ক মেসির সঙ্গে লাউতারো মার্তিনেজ ও হুলিয়ান আলভারেজ। মাঝমাঠের তিন ত্রয়ী হচ্ছেন রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। শুরুর একাদশে রক্ষণভাগের দায়িত্বে নেতৃত্ব দিবেন পুরোনো যোদ্ধা নিকোলাস ওতামেন্ডি। তার সঙ্গে মাঝে জুটি বাঁধবেন ক্রিস্টিয়ান রোমেরো। আর তাদের দুই পাশে থাকবেন নাহুয়েল মলিনা ও নিকোলাস তাগলিয়াফিকো।</p> <p>দক্ষিণ আমেরিকার বাছাইপর্বে বর্তমানে ১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। তাদের পরেই আছে যথাক্রমে কলম্বিয়া (১৯), উরুগুয়ে (১৬) ও ব্রাজিল (১৬)।</p> <p><strong>আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ-</strong></p> <p>এমিলিয়ানো মার্তিনেস (গোলরক্ষক) নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্ডি, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, লিওনেল মেসি (অধিনায়ক), হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজ।</p>