<p>বিশ্বকাপ বাছাই পর্বের সর্বশেষ ম্যাচে পেরুকে ৪-০ গোলে বিধস্ত করে ব্রাজিল। জয়ের ধারা বজায় রাখতে তাই আজ রাত ৩ টায় একই একাদশ নিয়ে মাঠে নামবে ব্রাজিল এমনটাই জানিয়ে দিয়েছেন কোচ দোরিভাল জুনিয়র।</p> <p>অবশ্য একটা পরিবর্তন আছে। সেদিনের ম্যাচে খেলা রদ্রিগো চোটের কারণে মাঠের বাইরে থাকায় তার বদলে একাদশে থাকবেন ভিনিসিয়ুস জুনিয়র। ভিনিসিয়ুসও চোটে ছিলেন। যার কারণে সর্বশেষ দুই ম্যাচে খেলতে পারেননি তিনি। আজ ভেনিজুয়েলার বিপক্ষে ম্যাচ দিয়ে প্রত্যাবর্তন করছেন রিয়াল মাদ্রিদ তারকা।</p> <p>ভেনিজুয়েলার বিপক্ষে একাদশ নিয়ে দোরিভাল বলেছেন, ‘সর্বশেষ ম্যাচে যে দল শুরু করেছিল, সেই দলই খেলবে। শুধু রদ্রিগোর জায়গায় ভিনিসিয়ুসকে নেওয়া হয়েছে। পুনরাবৃত্তির ভাবনা আগে থেকেই ছিল। এটা নিয়ে কোনো সংশয় ছিল না। তাদের সবার ওপর নির্ভর করছি, তারা খুবই ভালো খেলোয়াড়, তাদের সম্মান ও সুযোগ প্রাপ্য।’</p> <p>ভিনিসিয়ুসের সঙ্গে আক্রমণভাগে সঙ্গী হচ্ছেন রাফিনিয়া, ইগর জেসুস ও সাভিনিও। মাঝমাঠের দায়িত্ব ব্রুনো গুইমারেস ও গেরসনের কাঁধে। আর রক্ষণভাগের দায়িত্ব সামলাবেন ভ্যান্ডারসন, মার্ককুইনহোস, গ্যাব্রিয়েল ও আবনের ভিনিসিয়ুস। আর গোলবারের নিচে প্রাচীর হয়ে দাঁড়ানোর লক্ষ্যে গ্লাভস পরবেন এদারসন।</p> <p><strong>ভেনিজুয়েলার বিপক্ষে ব্রাজিলের একাদশ-</strong></p> <p>এদারসন (গোলরক্ষক) ভ্যান্ডারসন, মার্ককুইনহোস, গ্যাব্রিয়েল ও আবনের ভিনিসিয়ুস, ব্রুনো গুইমারেস, গেরসন; সাভিনিও, রাফিনিয়া, ভিনিসিয়ুস জুনিয়র, ইগর জেসুস।</p>