<p>অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে অনেকবারই চেষ্টা করেছে আফগানিস্তান। তবে প্যাট কামিন্স-গ্লেন ম্যাক্সওয়েলদের সঙ্গে খেলা হয়নি রশিদ খান-মোহাম্মদ নবিদের। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) খেলতে রাজি হয়নি। কারণ হিসেবে সিএ জানায়, আফগানিস্তানে নারী ও কন্যাশিশুদের আর্থ-সামাজিক অবস্থার অবনতি হয়েছে।</p> <p>২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর থেকেই তাই আফগানদের সঙ্গে সিরিজ খেলতে অপারগতা জানায় অস্ট্রেলিয়া। তবে এবার সেই অস্ট্রেলিয়ার মাঠেই ম্যাচ খেলবেন আফগানিস্তানের মেয়েরা। আগামী বছরের ৩০ জানুয়ারি ম্যাচটা হবে মেলবোর্নের জাংশন ওভালে। এতে ক্রিকেট উইদাউউ বর্ডার্স একাদশের মুখোমুখি হবে আফগানিস্তান নারী একাদশ নামে এক দল। ম্যাচটি আয়োজনে সহায়তা করেছে অস্ট্রেলিয়া সরকার ও ক্রিকেট অস্ট্রেলিয়া।</p> <p><iframe align="middle" frameborder="0" height="900" sandbox="allow-scripts allow-same-origin" scrolling="yes" src="https://twitframe.com/show?url=https://twitter.com/cricketcomau/status/1857209604121485812" width="1000"></iframe></p> <p>আফগানিস্তানের হয়ে খেলবেন অস্ট্রেলিয়ায় শরণর্থীর আশ্রয়ে থাকা আফগান মেয়েরা। তালেবান সরকার ক্ষমতায় আসার পর যারা পালিয়ে আছেন অস্ট্রেলিয়ার ক্যানবেরা ও মেলবোর্নে। দেশ ছেড়ে যাওয়া সেই সব নারীরা আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন। ২০২০ সালের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ১৭ জন ক্রিকেটার অস্ট্রেলিয়ায় যাওয়ার পর আইসিসির কাছে চিঠি লিখেছিলেন শরণার্থী ক্রিকেট দল হিসেবে ম্যাচ খেলার জন্য। তবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এখনো সেই চিঠির জবাব দেয়নি।</p> <p>আইসিসি কোনো উদ্যোগ না নিলেও আফগান নারীদের পাশে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া সরকার ও ক্রিকেট বোর্ড। টি-টোয়েন্টি ম্যাচটি নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী নিক হকলি বলেছেন, ‘আফগানিস্তানের নারী দল অস্ট্রেলিয়ায় আসার পর ক্রিকেট অঙ্গনের অনেকে তাদের সহযোগিতায় এগিয়ে আসে। এই ম্যাচটি দিয়ে সেই কাজের এক ধরনের উদযাপনও হতে যাচ্ছে।’</p>