<p>বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে ১০০০ গোলের স্বপ্ন দেখেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে কিছুদিন আগে তা নিয়ে কিছুটা শঙ্কার কথা জানান পর্তুগিজ তারকা। আল নাসরের অধিনায়ক তার স্বপ্ন পূরণ নিয়ে দ্বিধা প্রকাশ করলেও জন টেরির মনে নেই। সাবেক চেলসি অধিনায়কের মতে, নিশ্চিতভাবেই সে (১০০০ গোল) এটা পেতে যাচ্ছে।</p> <p>টেরির মনে এই আত্মবিশ্বাস জন্মেছে ক্যারিয়ারের গোধূলিলগ্নে এসেও রোনালদোর অনবদ্য পারফরম্যান্স। ৩৯ বছর বয়সেও ‘সিআর সেভেনের’ গোলক্ষুধা দেখে মুগ্ধ হয়েছেন ইংল্যান্ডের সাবেক ডিফেন্ডার। নাসর টিভিকে তিনি বলেছেন, ‘রোনালদোর মতো শীর্ষ পর্যায়ের খেলোয়ড়- সে অসাধারণ, সত্যি বলতে অবিশ্বাস্য। সে সেই সব খেলোয়াড়ের মধ্যে একজন, যার খেলা দেখতে চান। তার গোল, মুভমেন্ট দেখেন- সে স্কোর করতে পছন্দ করে।’</p> <p><iframe align="middle" frameborder="0" height="900" sandbox="allow-scripts allow-same-origin" scrolling="yes" src="https://twitframe.com/show?url=https://twitter.com/AlNassrFC_EN/status/1857172321208766931" width="1000"></iframe></p> <p>ক্যারিয়ার শেষে রোনালদো যে ১০০০ গোল করবেন সে ব্যাপারে টেরি নিশ্চিত বলে জানান তিনি। ৯১০ গোলের মালিককে নিয়ে ৪৩ বছর বয়সী ডিফেন্ডার বলেছেন, ‘শুরু থেকেই সে এখনো ছন্দে আছে এবং ৩৯ বছর বয়সে এসেও যা করছে তা সত্যি অবিশ্বাস্য। বিশ্বাস করি, এখনো অনেক বাকি আছে। সে ১০০০ গোলকে পাখির চোখ করেছে। নিশ্চিত সে সেখানে পৌঁছাতে যাচ্ছে। সেটা পেতে যাচ্ছে। আমি সত্যি আশা করি সে করবে। কারণ তার খেলা দেখাটা আনন্দের।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="তবে কি ১০০০ গোল নিয়ে ভাবছেন না রোনালদো" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/12/1731412252-0a0336cb8fdd5185c29e8ca2b72e4b27.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>তবে কি ১০০০ গোল নিয়ে ভাবছেন না রোনালদো</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2024/11/12/1445803" target="_blank"> </a></div> </div> <p>এর আগে রেকর্ড নিয়ে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো বলেছেন, ‘‘এই মুহূর্ত নিয়েই বেঁচে আছি। আমি দীর্ঘমেয়াদি কোনো কিছু নিয়ে ভাবছি না। প্রকাশ্যে ১০০০ গোল করার কথা বলেছিলাম। এখনো মনে হচ্ছে সব কিছু সহজ। যেহেতু গত মাসে ৯০০ গোল করেছি। তবে বর্তমানকে নিয়েই ভাবছি। আগামী কয়েক বছর দেখতে হবে আমার পা কেমন থাকবে। ১০০০ গোল করতে পারলে দারুণ হবে। কিন্তু যদি না পারি তাহলে ইতিমধ্যে সর্বোচ্চ গোলের যে রেকর্ড গড়েছি তা নিয়ে সন্তুষ্ট থাকব।’</p>