<p>শ্রীলঙ্কার হয়ে শুধু টেস্টেই খেলার সুযোগ পেয়েছেন লাসিথ এম্বুলদেনিয়া। তবে দীর্ঘ সংস্করণেও নিজেকে দলটির অপরিহার্য হিসেবে তুলে ধরতে পারেন। ২০১৯ সালে অভিষেক হওয়া বাঁহাতি স্পিনার আরও একবার সুযোগ পাচ্ছেন নিজেকে প্রতিষ্ঠিত করার।</p> <p>দীর্ঘ ২ বছরের বেশি সময় পর আবারও টেস্ট দলে ডাক পেয়েছেন এম্বুলদেনিয়া। সর্বশেষ ২০২২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে খেলেছিলেন ১৭ টেস্ট খেলা এই স্পিনার। ২৮ বছর বয়সী স্পিনারের সঙ্গে এক বছর পর দলে ফিরেছেন ৩২ বছর বয়সী ব্যাটার ওশাদা ফার্নান্দো। অবশ্য সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজেও ছিলেন ওশাদা। তবে খেলার সুযোগ পাননি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৭ দলের সদস্যে জায়গা হয়নি রমেশ মেন্ডিস ও জেফ্রি ভ্যান্ডারসের। সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের সিরিজে ছিলেন  দুজনই।</p> <p>দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকাও। চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে খেলতে না পারা টেম্বা বাভুমা ফিরেছেন। প্রোটিয়া অধিনায়কের সঙ্গে টেস্টে ফিরেছেন দুই পেসার মার্কো ইয়ানসেন ও জেরাল্ড কোয়েৎজি। এ ছাড়া ১৪ সদস্যের দলে নিয়মিত মুখরাই আছেন।</p> <p>আগামী ২৭ নভেম্বর দুই টেস্টের সিরিজটি শুরু হবে ডারবানে। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৫ ডিসেম্বর।</p> <p><strong>শ্রীলঙ্কার টেস্ট দল:</strong></p> <p>ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), পাতুম নিশাঙ্কা, দিমুথ কারুণারত্নে, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, ওশাদা ফার্নান্দো, সাদিরা সামারাবিক্রমা, প্রবাত জয়াসুরিয়া, নিশান পেইরিস, লাসিথ এম্বুলদেনিয়া, মিলান রত্নায়েকে, আসিতা ফার্নান্দো, বিশ্ব ফার্নান্দো, লাহিরু কুমারা, কাসুন রাজিতা।</p> <p><strong>দক্ষিণ আফ্রিকার দল:</strong></p> <p>টেম্বা বাভুমা (অধিনায়ক), কেশব মহারাজ, ডেভিড বেডিংহাম, জেরাল্ড কোয়েৎজি, মার্কো ইয়ানসেন, টনি দি জর্জি, এইডেন মার্করাম, ত্রিস্তান স্তাবস, উইয়ান মুলডার, কাগিসো রাবাদা, ডেন প্যাটারসন, রায়ান রিকেলটন, সেনুরান মুথুসামি, কাইল ভেরেইনি।</p>