<p>লাউতারো মার্তিনেজের দুর্দান্ত এক গোলে পেরুর বিপক্ষে কাঙ্ক্ষিত জয় পেয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইপর্বে সর্বশেষ ম্যাচে প্যারাগুয়ের কাছে হারের পর আবারও জয়ের পথে ফিরল লিওনেল স্কালোনির দল।</p> <p>বুয়েন্স আয়ারসে বাংলাদেশ সময় বুধবার সকালে বিশ্বকাপ বাছাইয়ে পেরুর বিপক্ষে ১–০ গোলের জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। স্বাগতিকদের হয়ে একমাত্র গোলটি করেন লাউতারো মার্তিনেজ। </p> <p>বিশ্বকাপ বাছাইয়ে সবশেষ ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ২-১ গোলে হারের ধাক্কা সামলে জয়ের আশায় ঘরের মাঠে নেমেছিল আর্জেন্টিনা। যদিও বার বার আক্রমণে উঠেও খেই হারিয়ে ফেলছিল মেসি-মার্তিনেজরা। বিরতির আগ পর্যন্ত ৭৫ শতাংশের বেশি সময় বল দখলে রেখেও গোল করতে পারেনি তারা। </p> <p>বিরতির পর ৫৫তম মিনিটে অসাধারণ নৈপুণ্যে দলকে এগিয়ে দেন লাউতারো মার্তিনেজ। বাঁ দিক থেকে মেসির বাড়ানো ক্রস ডি-বক্সে পেয়ে শূন্যে লাফিয়ে দুর্দান্ত ভলিতে ঠিকানা খুঁজে নেন ইন্টার মিলান ফরোয়ার্ড। সেই গোলই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য গড়ে দেয়। </p> <p>এই গোলে এসিস্ট করে আন্তর্জাতিক ফুটবলে যুক্তরাষ্ট্রের কিংবদন্তি ল্যান্ডন ডনোভানের সর্বোচ্চ গোল বানানোর রেকর্ডে (৫৮) ভাগ বসিয়েছেন মেসি। </p> <p>তবে ম্যাচে কোনো উল্ল্যেখযোগ্য আক্রমণই করতে পারেনি পেরু। ৬৬তম মিনিটে জানলুকা লাপাদুলা ও ৭৫তম মিনিটে সের্হিও পেনা দূর থেকে শট নিলেও, কোনোটাই লক্ষ্যের ধারেকাছেও ছিল না।</p> <p>বিশ্বকাপ বাছাইপর্বে ১২ ম্যাচে আট জয় ও এক ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত হলো আর্জেন্টিনার। সমান ম্যাচে মাত্র একটিতে জয় পাওয়া পেরু ৭ পয়েন্ট নিয়ে আছে দশম স্থানে।</p>