<p>ভেনেজুয়েলার বিপক্ষে ড্রয়ের পর গতকাল উরুগুয়ের সঙ্গেও ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল। আর তাতেই বিশ্বকাপ বাছাইয়ে পয়েন্ট তালিকায় পাঁচে নেমে গেছে সেলেসাওরা। দলের এমন দুরাবস্থায় ব্রাজিল জাতীয় দলে নেইমারের প্রত্যাবর্তনের জন্য অপেক্ষা করছে দলটি। আগামী বছর তাকে পেতে আশাবাদী কোচ দোরিভাল জুনিয়রও।</p> <p>উরুগুয়ের সাথে ব্রাজিলের ম্যাচের পর কোচ দোরিভাল জুনিয়র মিডিয়ার সাথে নেইমারের সম্ভাব্য প্রত্যাবর্তন এবং ব্রাজিল জাতীয় দলের জন্য তিনি কতটা গুরুত্বপূর্ণ তা নিয়ে কথা বলেছেন।</p> <p>দোরিভাল জুনিয়র বলেন, “আমি কখনোই তার (নেইমার) প্রতি আমার প্রশংসা লুকিয়ে রাখিনি। আমরা সবাই জানি সে কতটা সক্ষম। আমি চাই সে এমন সময়ে দলে ফিরে আসুক যখন দল তাকে সমর্থন করতে পারবে। আমি আশা করি যে মার্চে বা পরের বছর সে ফিরবে। আমরা যা চাই তা হল সে যেন পুরোপুরি ফিট থাকে যাতে সে তার সেরাটা দিতে পারে।”</p> <p>ব্রাজিলের হয়ে নেইমারের শেষ বার মাঠে নেমেছিল ২০২৩ সালের অক্টোবরে। উরুগুয়ের বিপক্ষে সেই ম্যাচে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন তিনি। এর পর চোট কাটিয়ে গেল মাসে আল হিলালের হয়ে মাঠে ফিরলেও দ্বিতীয় ম্যাচে আবার চোট পেয়ে মাঠের বাইরে চলে যান তিনি। ব্রাজিলের বিশ্বকাপ বাছাইয়ের দলেও সুযোগ হয়নি তার। তার অনুপস্থিতিতে দল ভালো করতে পারেনি। তবে নেইমারকে পেলে দল আরো ভালো পারফর্ম করবে বলে বিশ্বাস কোচ দোরিভালের। <br />  </p>