<p>কঠিন এক সময় পার করছেন বিরাট কোহলি। দীর্ঘদিন ধরেই ছন্দে নাই তিনি। টেস্টে সর্বশেষ ১২ ইনিংসে করতে পেরেছেন মাত্র একটি ফিফটি। এমন বাজে ছন্দের কারণে সমালোচনার মুখে পড়েছেন ভারতীয় ব্যাটার।</p> <p>বোর্ডার-গাভাস্কার সিরিজ শুরুর আগে তাই অনেকের সমালোচনাই সহ্য করতে হচ্ছে কোহলিকে। রানে ফিরতে মরিয়া ভারতের সাবেক অধিনায়ককে তাই বিশেষ কোনো বার্তা দিতে চান কিনা এমন প্রশ্নই করা হয়েছিল প্রথম টেস্টের অধিনায়ক জাসপ্রিত বুমরাহকে। পার্থ টেস্টে ভারতের অধিনায়কত্বের দায়িত্ব পাওয়া পেসার জানিয়েছেন তাকে কিছু জানানোর প্রয়োজন নেই। উল্টো জানিয়েছেন, কোহলি দলের আরেকজন নেতা।</p> <p>ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বুমরাহ বলেছেন, ‘ব্যাটার বিরাট কোহলিকে বলার কিছু নেই আমার। খেলাটির অন্যতম এক কিংবদন্তি সে। আমার প্রয়োজন নেই তাকে কোনো টোটকা বা বিশেষ বার্তা জানানোর। সে পুরোদস্তুর পেশাদার। সে প্রচুর সাফল্য পেয়েছে। সে দলের একজন নেতা। তার অধীনেই আমার অভিষেক হয়েছে। তাই সে জানে তাকে কী করতে হবে।’</p> <p>এক বা দুইটা সিরিজ খারাপ যেতেই পারে এমনটি জানিয়েছেন বুমরাহ। তিনি বলেছেন, ‘এক বা দুই সিরিজে পারফরম্যান্স উঠা-নামা করতেই পারে। তবে এই মুহূর্তে সে আত্মবিশ্বাসী। তাকে নিয়ে আমার কোনে সন্দেহ নেই। সে মানসিকভাবে প্রস্তুত দলে অবদান রাখতে। তাকে অনশীলনে যেমটা দেখেছি তাতে প্রতিপক্ষের জন্য ভীতি-জাগানিয়া।’</p> <p>কোহলির অবশ্য কারও কাছেই কোনো বার্তার প্রয়োজন নেই। কারণ অস্ট্রেলিয়ার মাটি যে তার জন্য পয়া। পুরো ক্যারিয়ারের গড়ের চেয়ে অস্ট্রেলিয়ায় ‘রান মেশিন’ খ্যাত<br /> ব্যাটারের গড় অনেক বেশি। ক্যারিয়ার গড় ৪৭.৮৩ বিপরীতে প্রতিপক্ষের মাঠে তার গড় ৫৪.০৮। ১২ টেস্টে ৬ সেঞ্চুরি ও ৪ ফিফটিতে করেছেন ১৩৫২ রান।</p>