<p>অধিনায়ক সামনে থেকে নেতৃত্ব দেবেন, এমনটাই চাওয়া থাকে দলের। তবে রংপুর বিভাগের অধিনায়ক আকবর আলী সেই চাওয়া পূরণ করতে পারেননি জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল)। উল্টো দলকে বড় দুঃসংবাদ দিয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার।</p> <p>এনসিএলের সর্বশেষ ম্যাচে আম্পায়ারের সঙ্গে অসদাচরণের জন্য দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন আকবর। এর মধ্যে সরাসরি এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক। আর অন্য ম্যাচ নিষিদ্ধ হয়েছেন তার নামের পাশে ডিমেরিট পয়েন্ট যোগ হওয়া। ৫-এর অধিক ডিমেরিট পয়েন্ট পেয়েছেন তিনি। তার নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির এক সূত্র।</p> <p>রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে বরিশালের বিপক্ষে ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদ জানান আকবর। তার প্রতিবাদদের মাত্রা অপেশাদারি হওয়ায় ম্যাচ শেষে তাকে নিষিদ্ধ করেছেন ম্যাচ রেফারি আখতার আহমেদ শিপার। এবারের এনসিএলে সব মিলিয়ে ডিমেরিট পয়েন্ট পেয়েছেন ১৮ জন ক্রিকেটার।</p> <p>দুই ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ায় এবারের এনসিএলই শেষ আকবরের। কেননা টুর্নামেন্টে ২টি ম্যাচই বাকি রয়েছে। তাই শেষ দুই ম্যাচে অধিনায়ককে ছাড়াই খেলতে হবে রংপুরকে। এবারের টুর্নামেন্টে ৫ ইনিংসে ১৫২ রান করেছেন ২৩ বছর বয়সী ব্যাটার। সর্বোচ্চ ৭৭ রানের ইনিংস খেললেও আর কোনো ইনিংসে ৪০ করতে পারেননি তিনি।</p>