<p>অনেক দিন আলোচনায় নেই সিদ্দিকুর রহমান। আন্তর্জাতিক গলফে সাফল্য দিয়ে বরং মাঝেমধ্যেই খবরের শিরোনাম হচ্ছেন জামাল হোসেন মোল্লা। গত বছর আহমেদাবাদ ওপেন জেতা এই গলফার যেমন আবারও ভারতীয় ট্যুরে শিরোপার স্বাদ পেয়েছেন। গতকাল আসামের ডিগবইয়ে জিতেছেন ইন্ডিয়ান অয়েল সার্ভো মাস্টার্স। </p> <p>৮৫ লাখ ভারতীয় রুপির এই আসরে চার দিনে ১২ আন্ডার পার খেলে শিরোপা জিতে নিয়েছেন জামাল। চ্যাম্পিয়ন প্রাইজমানি হিসেবে পেয়েছেন ১২ লাখ রুপি। পিজিটিআই (প্রফেশনাল গলফ ট্যুর অব ইন্ডিয়া) ক্যারিয়ারে জামালের এটি পঞ্চম শিরোপা, ভারতের মাটিতে তৃতীয়। ঢাকায় প্রথম পিজিটিআই টুর্নামেন্ট জিতেছিলেন অ্যামেচার হিসেবে ২০০৯ সালে। দ্বিতীয়টি ২০১২ সালে ঢাকাতেই। এরপর দীর্ঘ বিরতি শেষে ২০১৯ সালে ভারতে প্রথম জেতেন বেঙ্গল ওপেন, যেটি হয়েছিল কলকাতায়। </p> <p>আহমেদাবাদে গত বছর চতুর্থটি। আর এবার ডিগবইয়ে। ভারতীয় গলফ ট্যুরে শীর্ষ সারিতে আছেন জামাল। গত বছরটা শেষ করেছিলেন অষ্টম স্থানে। শিরোপা জেতা ছাড়াও দুটি টুর্নামেন্টে রানার্স আপ হয়েছিলেন। এবার সেরা পাঁচে ছিলেন শুধু চেন্নাই প্রো চ্যাম্পিয়নশিপে। বছরটা শেষ হওয়ার আগে আবার শিরোপার স্বাদ পাওয়ায় জামালের কণ্ঠে স্বস্তি, ‘এই শিরোপাটা খুব দরকার ছিল আমার। কারণ সারা বছর খুব একটা ভালো করতে পারিনি, পারিবারিক কারণ ছিল। এই শিরোপা এখন নতুন করে উজ্জীবিত করবে। সামনের মাসে দিল্লিতে দুই কোটি রুপির টুর্নামেন্ট আছে, সেখানেও ভালো করতে চাই।’</p> <p>‘কান্ট্রি স্পট’ নিয়ে আগামী বছর এশিয়ান ট্যুরে খেলার লক্ষ্য তার। সিদ্দিক এশিয়ান ট্যুর কার্ড হারালেও ‘ক্যারিয়ার মানি’ ক্যাটাগরিতে এ বছর বেশ কিছু টুর্নামেন্ট খেলেছেন। তাতে উল্লেখযোগ্য পারফরম্যান্স নেই। সবচেয়ে ভালো ১৭তম স্থান ছিল তার সৌদি ওপেনে।</p>