<p>আসাদুজ্জামান পায়েলের সামনে লক্ষ্য ছিল দুটি। প্রথমত হ্যাটট্রিক বাঁচানো, দ্বিতীয়ত নিজের দলকে সর্বনিম্ন রানে গুটিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করা। এমন চাপে যেন আরো নুইয়ে পড়লেন রাজশাহীর এই ব্যাটার। সুমন খানের মিডল স্টাম্পে পিচ করে সোজা যাওয়া বলে তালগোল পাকিয়ে ফেললেন তিনি, কী করবেন বুঝে ওঠার আগেই বল গিয়ে লাগে প্যাডে। আম্পায়ার আউটের সিদ্ধান্ত দিতেই দুই হাত প্রসারিত করে উড়তে চাইলেন ঢাকা বিভাগের পেসার সুমন।</p> <p>প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম হ্যাটট্রিকের স্বাদ পেলেন সুমন। ৭.৫ ওভারে মাত্র ১৮ রান দিয়ে একাই নেন ৭ উইকেট। তাতে মাত্র ৪২ রানে থামে রাজশাহীর ইনিংস। বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেট ইতিহাসে এটাই দলীয় সর্বনিম্ন রান। আগেরটি ছিল বরিশালের। গত বছর জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ম্যাচে খুলনার বিপক্ষে ৪৬ রানে গুটিয়ে যায় দলটি। </p> <p>সুমনের এমন দাপটের দিনে ৫ উইকেট নিয়েছেন চট্টগ্রামের অফ স্পিনার নাঈম হাসান। গতকাল চার ম্যাচের মধ্যে ব্যাট হাতে একমাত্র সেঞ্চুরিটি এসেছে নাঈম শেখের ব্যাটে। ঢাকা মহানগরের এই ব্যাটার ১৫৩ রান নিয়ে আজ দ্বিতীয় দিন শুরু করবেন।</p> <p>এনসিএলের ষষ্ঠ রাউন্ডে গতকাল বগুড়ায় রাজশাহীকে ৪২ রানে গুটিয়ে দিলেও ব্যাটিংয়ে খুব বেশি সুবিধা করতে পারেনি ঢাকা। পরে তাদের ইনিংস থামে ১৮১ রানে। সেই আসাদুজ্জামান বল হাতে ৪ উইকেট নেন। এরপর দ্বিতীয় ইনিংস শুরু করা রাজশাহী ১ উইকেট হারিয়ে ১৮ রান প্রথম দিন করে। </p> <p>সিলেটে নাঈমের ঘূর্ণিতে ২০৪ রানে গুটিয়ে যায় খুলনা। পরে বিনা উইকেটে ৩১ রানে দিনের খেলা শেষ করে চট্টগ্রাম। এই শহরের আরেক মাঠে সিলেটের বিপক্ষে আব্দুল মাজিদের ফিফটিতে (৭৮) ৭ উইকেটে ২৫৮ রান করেছে বরিশাল। কক্সবাজারে রংপুরের বিপক্ষে ২ উইকেটে ২৭৬ রানে দিন শেষ করেছে ঢাকা মহানগর। ১৫৩ রানে অপরাজিত আছেন ওপেনার নাঈম।</p>