<p>লিভারপুলের বিপক্ষে নিজের সব কিছু নিংড়ে দেওয়ার কথা জানিয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। গোল এবং অ্যাসিস্ট করে দলের জয়ে অবদান রাখতে চেয়েছিলেন তিনি। গতকাল চ্যাম্পিয়নস লিগের ম্যাচে সেই সুযোগও পেয়েছিলেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড।</p> <p>কিন্তু যা করলেন তা এক কথায় ব্যাখ্যাতীত। অ্যানফিল্ডে রিয়ালকে সমতায় ফেরানোর বিপরীতে ডুবিয়েছেন এমবাপ্পে। পেনাল্টিতে সমতায় ফেরার দারুণ সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হলেন তিনি। অথচ, কিছুদিন আগে ভিনিসিয়ুস জুনিয়র পেনাল্টি মিস করায় কথা উঠে রিয়ালের স্পটকিক নেওয়া উচিত এমবাপ্পের। তার উপর আস্থা রেখে সেই দায়িত্ব দেন কার্লো আনচেলত্তিও। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনি চোটের কারণে বাইরে থাকায় ম্যাচের পেনাল্টি নেওয়ার দায়িত্ব তার কাঁধেই এসে পড়ে।</p> <p>তবে দায়িত্বটা নিতে পারলেন না এমবাপ্পে। ৬১ মিনিটে তার নেওয়া পেনাল্টি সেভ করে দেন লিভারপুল গোলরক্ষক কেলভিন কেলাহার। দলকে সমতায় ফেরাতে পারলে ম্যাচের চিত্রও হয়তো অন্যরকম হতে পারত। লিভারপুলের হয়ে মোহাম্মদ সালাহ অবশ্য পেনাল্টি মিস করেছে। তাতে অবশ্য ক্ষতি হয়নি অলরেডদের। কারণ অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও কোডি গাকপোর গোলে ঠিকই ২-০ ব্যাবধানে জয় পেয়েছে লিভারপুল।</p> <p>ম্যাচে শুধু পেনাল্টি মিস না, একদম বিবর্ণই ছিলেন এমবাপ্পে। সহায়তা তো দূরের কথা গোলের কোনো সুযোগই তৈরি করতে পারেননি তিনি। তার এমন বিবর্ন পারফরম্যান্সের পেছনে আত্মবিশ্বাসের অভাব বলে জানিয়েছেন কোচ আনচেলত্তি। দলের সঙ্গে মানিয়ে নিতে তাকে আরও সময় দেওয়া উচিৎ বলে মনে করেন রিয়াল কোচ।</p> <p>এমবাপ্পের পেনাল্টি মিস ও পারফরম্যান্স নিয়ে আনচেলত্তি বলেছেন, ‘মুহূর্তটা তার জন্য কঠিন। তাকে আমাদের সমর্থন ও ভালোবাসা দিতে হবে। সে দ্রুতই ভালো হয়ে ফিরবে। তার কিছুটা আত্মবিশ্বাসের ঘাটতি থাকতে পারে। মাঝেমাঝে এমন পরিস্থিতি দাঁড়ায় যখন আপনার পক্ষে মুহূর্ত পাশে থাকে না। কিন্তু আপনাকে এ সবের মধ্যে দিয়েই যেতে হবে। অনেকেই পেনাল্টি মিস করেছে, অনেক ঘটেছেও। এর জন্য আপনি তাকে ব্যথা দিতে পারেন না।’</p> <p>শিষ্যর পাশে দাঁড়ানোর পাশাপাশি এমবাপ্পের প্রশংসাও করেছেন আনচেলত্তি। সঙ্গে এটাও জানিয়েছেন যে সে প্রচুর পরিশ্রমও করছে ভালো কিছুর জন্য। ইতালিয়ান কোচ বলেছেন, ‘সে কঠের পরিশ্রম করছে। সে পরিশ্রম এবং লড়াইয়ের মধ্যে আছে। সময়টা হয়তো এখন তার পক্ষে নেই। আমাদের ধৈর্য ধরতে হবে। সে অসাধারণ একজন ফুটবলার।’</p>