<p>আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজিত হওয়ার কথা থাকলেও ভারত পাকিস্তানে খেলতে অস্বীকৃতি জানানোর পর টুর্নামেন্টটি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। টুর্নামেন্টটির ভবিষ্যৎ নিয়ে আজ আইসিসির বোর্ড সভা হওয়ার কথা। </p> <p>শুনা যাচ্ছে হাইব্রিড মডেলে হতে পারে টুর্নামেন্টটি। তবে সভা শুরুর আগে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির জন্য হাইব্রিড মডেল নিয়ে আলোচনা থেকে আইসিসিকে বিরত থাকার বার্তা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবির এই সিদ্ধান্তের সাথে একমত প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক তার অলরাউন্ডার শহিদ আফ্রিদি। </p> <p>সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আফ্রিদি বলেন, ‘হাইব্রিড মডেলের বিরুদ্ধে পিসিবির অবস্থানকে পূর্ণ সমর্থন করছি, বিশেষ করে যেহেতু পাকিস্তান (নিরাপত্তা শঙ্কা সত্ত্বেও) ২৬/১১ এর পর দ্বিপাক্ষিক সাদা বলের সিরিজসহ পাঁচবার ভারত সফর করেছে। আইসিসি ও এর পরিচালনা পর্ষদের নিরপেক্ষতা বজায় রাখার এবং তাদের কর্তৃত্ব দেখানোর সময় এসেছে।’ </p> <p>আফ্রিদির দাবি ভারত খেলার সঙ্গে রাজনীতি মিশিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে অনিশ্চিত অবস্থায় ফেলছে।  ‘বিসিসিআই খেলার সঙ্গে রাজনীতি মিশিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে অনিশ্চিত অবস্থায় ফেলেছে।’</p> <p>পোস্টে আইসিসিকে নিরপেক্ষতা বজায় রাখার আহবান জানিয়েছেন আফ্রিদি। উল্লেখ করেছেন ২০০৮ সালের পর পাকিস্তান ভারতে গিয়ে বিশ্বকাপ খেলে আসার কথাও।</p> <p>২০০৮ সালের নভেম্বরে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানে খেলতে যায়নি ভারতীয় দল। এরপর থেকে দ্বিপক্ষীয় সিরিজ খেলা বন্ধ রেখেছে ভারত-পাকিস্তান। </p>