<p>ক্রাইস্টচার্চে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৬১ রানের ইনিংস খেলে টেস্টে ৯০০০ রানের মাইলফলক স্পর্শ করেন কেন উইলিয়ামসন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে ১৯তম ব্যাটার হিসেবে এই রেকর্ড গড়লেন সাবেক কিউই অধিনায়ক।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ভিনিসিয়ুসকে বর্ণবাদী গালি দিয়ে নিষিদ্ধ এক বছর" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/30/1732947679-05e7d37cb04d172157370e33ad45db23.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ভিনিসিয়ুসকে বর্ণবাদী গালি দিয়ে নিষিদ্ধ এক বছর</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2024/11/30/1452252" target="_blank"> </a></div> </div> <p>উইলিয়ামসন টেস্টে প্রথম কিউই ক্রিকেটার হিসেবে ৯ হাজার রান পূর্ণ করলেন। ক্যারিয়ারের ১০৩তম টেস্ট খেলতে নেমে এই নজির গড়েছেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৯৩ রান করার পর দ্বিতীয় ইনিংসে ৬১ রান করে টেস্টে ৯ হাজারের ক্লাবে ঢুকে পড়েন তিনি।</p> <p>টেস্টে দ্রুততম ৯ হাজার রান করার তালিকায় কেন উইলিয়ামসন (১০৩টি টেস্ট) যুগ্মভাবে তিন নম্বরে রয়েছেন। সেই তালিকায় থাকা বাকি দুজন হলেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা ও পাকিস্তানের ইউনিস খান। </p> <p>এদিন তার সামনে সুযোগ ছিল টেস্ট ক্যারিয়ারে আরেকটি মাইলফলক স্পর্শ করারও। তবে কাছে গিয়ে সেটি করতে পারেননি সাবেক এই অধিনায়ক।</p> <p>টেস্ট ক্যারিয়ারে ১০০০ চারের মাইলফলক স্পর্শ করতে একটা চার দরকার ছিল উইলিয়ামসনের। তবে কাছে গিয়ে সেটি হলো না। এর আগে ক্রিস ওকসের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ৯৯৯ চারেই থামতে হয়েছে আপাতত। ১০৩ টেস্টের ১৮২ ইনিংসে তিনি এই রেকর্ড করেছেন। টেস্টে চার মারার তালিকায় উইলিয়ামসনের অবস্থানে এখন ২৭ নম্বরে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সাকিবের ওয়ানডে দলে ফেরা হচ্ছে না!" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/30/1732938592-a5e34ea95e19e55a6108ac637c6d89c4.jfif" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সাকিবের ওয়ানডে দলে ফেরা হচ্ছে না!</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2024/11/30/1452224" target="_blank"> </a></div> </div> <p>চার মারার দিক দিয়ে সবার উপরে আছেন ভারতীয় গ্রেট শচিন টেন্ডুলকার। ৩২৯ খেলে তিনি চার মেরেছেন ২০৫৮টি। দুইয়ে শচিনেরই সতীর্থ রাহুল দ্রাবিড়। তিন, চার ও পাঁচে যথাক্রমে ব্রায়ান লারা, রিকি পন্টিং ও কুমার সাঙ্গাকারা। তবে শুরুর পাঁচজনের কেউই এখন খেলেন না। </p> <p>তবে বর্তমানে খেলছেন এমন খেলোয়াড়দের মধ্যে চার নম্বরে আছেন উইলিয়ামসন। সবার ওপরে ইংল্যান্ডের জো রুট। সব মিলিয়ে ৯ নম্বরে থাকা রুট ১৩৬৪টি চার মেরেছেন। অজি ব্যাটার স্মিথও মেরেছেন ১০৬৩ চার। উইলিয়ামসনের ঠিক ওপরে থাকা বিরাটের চার সংখ্যা ১০২০। </p>