<p>চ্যাম্পিয়ন ট্রফিতে যখন হাইব্রিড মডেলের কথা বলা হচ্ছিল তখন পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসিকে হাইব্রিড মডেল বাদ দিয়ে বিকল্প ভাবতে বলেছিল। তবে দুই দিনের ব্যবধানে সেই পাকিস্তানই এবার ইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনে রাজি হয়েছে!</p> <p>তবে পিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ষোষণা নয়, পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমে এমন খবর দেওয়া হয়েছে। খবরে বলা হয়েছে, হাইব্রিড মডেলে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের ক্ষেত্রে দুটি শর্ত জুড়ে দিয়েছে পিসিবি। প্রথম, আইসিসির রাজস্ব আয় থেকে পিসিবির জন্য বরাদ্দ বাড়াতে হবে এবং দ্বিতীয়, ২০৩১ সাল পর্যন্ত ভারতে যতগুলো বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজন হবে, সেগুলোও হাইব্রিড মডেলে হতে হবে।</p> <p>পাকিস্তান অবজারভারের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারত তাদের ম্যাচগুলো খেলবে সংযুক্ত আরব আমিরাতে। টুর্নামেন্টের বাকি ম্যাচ হবে পাকিস্তানে। ফাইনালের ভেন্যু লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম তবে ভারত যদি ফাইনালে ওঠে, তাহলে লাহোরের পরিবর্তে আরব আমিরাতে খেলা হবে।</p> <p>আইসিসির রাজস্ব আয় থেকে ৩৮.৫০% পেয়ে থাকে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই), যা বছরে ২৭৫০ কোটি টাকারও বেশি। এটাই সর্বোচ্চ। আর পিসিবি পায় মাত্র ৫.৭৫%, যা বছরে ৪২৩ কোটি ৪০ হাজার টাকার মতো। </p> <p>এ ছাড়া ২০৩১ সাল পর্য়ন্ত ভারতে আইসিসির ৪টি বড় ইভেন্ট হওয়ার কথা। ২০২৫ মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ, ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৯ চ্যাম্পিয়নস ট্রফি ও ২০৩১ ওয়ানডে বিশ্বকাপ। এই চার টুর্নামেন্ট খেলতে পাকিস্তান দল ভারতে যাবে না। এগুলোও হাইব্রিড মডেলে আয়োজন করতে হবে আইসিসিকে। পিসিবির শর্ত আইসিসি মেনে নেয় কি না, এখন সেটাই দেখার অপেক্ষা।</p>