<p>দুঃসময় পিছু ছাড়ছে না ম্যানচেস্টার সিটির। মাঠের খেলায় ভাগ্য সুপ্রসন্ন হচ্ছে না ইংলিশ ক্লাবটির। ব্যর্থতার বৃত্তে আটকে যাচ্ছে বারবার। রবিবার রাতে লিভারপুলের কাছে ২-০ গোলে হেরে টানা সাত ম্যাচ জয়হীন এখন সিটি। এর মধ্যে হেরেছে ছয়টিতে, ড্র একটি। এই হারে পয়েন্ট টেবিলের পাঁচে নেমে গেছে পেপ গার্দিওলার দল। শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে পিছিয়ে ১১ পয়েন্টে। ১৩ ম্যাচে লিভারপুলের পয়েন্ট ৩৪। দুইয়ে থাকা আর্সেনালের পয়েন্ট ২৫।</p> <p>ভাগ্য বদলানোর আশায় অ্যানফিল্ডে গিয়েছিলে ম্যানসিটি। কিন্তু শুরুতেই পিছিয়ে পড়ে আরেকটি হারের শঙ্কায় পড়ে যায় গার্দিওলার দল। ১২ মিনিটে মোহামেদ সালাহর বাড়ানো বলে দুরের পোস্টে পা ছুঁইয়ে জাল খুঁজে নেন কোডি গাকপো। এরপর ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা চালিয়েছে সিটি। কিন্তু আর্লিং হালান্ড, বের্নারদো সিলভারা সিটিকে গোল এনে দিতে পারেননি। উলটো ৭৮ মিনিটে ব্যবধান বাড়ায় লিভারপুল। পেনাল্টি থেকে গোল করে জয় নিশ্চিত করেন সালাহ। সিটির ক্লাব ইতিহাসে এমন বাজে সময় আর কখনো আসেনি। গার্দিওলাও নিশ্চয় এই ক্লাবে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবতে শুরু করে দিয়েছেন।</p> <p>লা লিগায় জুড বেলিংহাম ও কিলিয়ান এমবাপ্পের গোলে গেতাফের বিপক্ষে ২-০ ব্যবধানের জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। তাতে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান এখন এক পয়েন্টে নামিয়ে এনেছে। এএফপি</p>