<p>উইকেটে আর্দ্রতার বালাই নেই। কারণ জ্যামাইকার সাবিনা পার্কের আউটফিল্ড শুকাতে প্রথম দিনের দুটি সেশন কেটে গেলেও উইকেট পর্যাপ্ত আলো-বাতাস পেয়েছে। তাতে টস জিতে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজের আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া নিয়ে কোনো প্রশ্ন নেই। তবে প্রশ্ন থেকে গেছে তার দলের ব্যাটিং নিয়ে।</p> <p>পুরনো চিত্রনাট্য মেনে আবার ভেঙে পড়ল বাংলাদেশ দলের ব্যাটিং অর্ডার। তাতে জ্যামাইকা টেস্টের মধ্যাহ্ন ভোজের বিরতিতে এই প্রতিবেদন লেখার সময় ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১২২ রান।</p> <p>সফরকারী দলের স্কোর বোর্ডের চেহারা আরো হতশ্রী দেখাতে পারত। যদি না ষষ্ঠ উইকেটে ওয়েস্ট ইন্ডিয়ান পেসারদের বিপক্ষে মেহেদী হাসান মিরাজ আর তাইজুল ইসলাম কিছুটা প্রতিরোধ গড়ে তুলতেন।</p> <p>দুজন মিলে এখন পর্যন্ত ১৩.৫ ওভার ব্যাটিং করেছেন। ৪২ বলে ১৮ রান নিয়ে ব্যাটিং করছেন মিরাজ। তার সঙ্গী লোয়ার অর্ডার ব্যাটার তাইজুল ৪৭ বল খেলে ৮ রান নিয়ে ব্যাটিং করছেন। অথচ ২ উইকেটে ৬৯ রান নিয়ে দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করা বাংলাদেশ দুই অপরাজিত ব্যাটার সাদমান ইসলাম ও শাহাদাত হোসেন দীপুর কাঁধে ভর করে ভালোই এগোচ্ছিল।</p> <p>আগের দিনের সঙ্গে আরো ১৪ রান যোগ করেন দুজন। রানের অঙ্কটা কম হলেও সকালের শুরুতে কেমার রোচ, জেইডেন সিলসদের আগুন ঝরানো বোলিং সামলে ভালো কিছুর বার্তাই পাওয়া যাচ্ছিল সাদমান ও শাহাদাতের ব্যাটে। শামার জোসেফের বলে শাহাদাত ২২ রান করে বোল্ড হলে দুজনের ৬৩ রানের জুটি ভাঙে। ৮৯ বল খেলেন শাহাদাত। শাহাদাতের বিদায়ের পরই মূলত সফরকারী ব্যাটারদের আসা-যাওয়ার মিছিল শুরু হয়।</p> <p>চোখের পলকে ৮৩ রানে ৩ উইকেট থেকে দলীয় শতকের আগে আরো ৩ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। ৯৮ রানে ৬ উইকেট হারিয়ে আরেকবার অল্পতে গুটিয়ে যাওয়ার শঙ্কাই তখন মাথা চাড়া দিচ্ছিল। যেখান থেকে মধ্যাহ্ন ভোজের বিরতিতে যাওয়া পর্যন্ত ২৪ রানের অবিচ্ছিন্ন জুটিতে কিছুটা হলেও দলকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন মিরাজ-তাইজুল। এই দুজনের জুটির আগে দ্রুততম সময়ের ভেতর একে একে ফিরে যান লিটন দাস (১), জাকের আলি অনিক (১) ও এখন পর্যন্ত দলের পক্ষে সর্বোচ্চ রান করা সাদমান (৬৪)।</p> <p>এর আগে জ্যামাইকা টেস্টের প্রথম দিন গত পরশু রাতে দুর্ভাবনা অব্যাহত রেখে গেছে বাংলাদেশ দলের টপ অর্ডার। মাঠ ভেজা থাকায় প্রথম দিন খেলা হয় এক সেশন। ঘটনাবহুল সেশনই বলা যায় সেটিকে। স্বাগতিক দলের ফিল্ডারদের হাত পিচ্ছিল না হলে প্রথম দিনেই ব্যাটিং বিপর্যয়ে পড়তে পারত বাংলাদেশ। তরুণ ওপেনার মাহমুদুল হাসান যে ভঙ্গিতে আউট হয়েছেন, তাতে টপ অর্ডার নিয়ে দুর্ভাবনা শিগগিরই দূর হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না! রোচ বল ভেতরে নিচ্ছিলেন। তিনি চট করে একটা আউট সুইং করতেই উইকেটের পেছনে ক্যাচ দেন মাহমুদুল। সুযোগ দিয়েও বেঁচে যান সাদমান-শাহাদাত। তবে মমিনুল হক অবশ্য এমন কোনো সুযোগ পাননি। রাউন্ড দ্য উইকেট থেকে রোচের বেরিয়ে যাওয়া বল তার ব্যাট ছুঁয়ে জমা পড়ে ক্যারিবীয় উইকেটরক্ষক জশুয়া দ্য সিলভার গ্লাভসে। এই ভাঙন দেখা গেল গতরাতেও।</p>