<p>নতুন মৌসুমে লিগের প্রথম রাউন্ডে খেলার ফলের চেয়ে মাঠ নিয়ে হয়েছে যত আলোচনা। গাজীপুর ও মুন্সীগঞ্জের এবড়োখেবড়ো ন্যাড়া মাঠে স্বাভাবিক ফুটবল খেলতে পারেনি কোনো দলই। আরেক ভেন্যু কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও ব্রাদার্স ইউনিয়নের ম্যাচ দিয়ে আজ শুরু হচ্ছে ফেডারেশন কাপের লড়াই। মাঠের মাঝে ক্রিকেট পিচ সরানোর কথা বলা হয়েছে।</p> <p>তবে এত অল্প সময়ের প্রস্তুতিতে মাঠ খেলার জন্য কতটুকু প্রস্তুত হয়েছে, সেটা নিয়েও প্রশ্ন উঠেছে।<br /> বিশাল জয়ে লিগ শুরু করা কিংস কাপ টুর্নামেন্টও জয় দিয়ে শুরু করতে চায়। দলের রোমানিয়ান কোচ ভ্যালেরিও তিতা যেমন বলেছেন, ‘আশা করছি আমরা জয় দিয়ে ভালো শুরু করতে পারব। আমি জানি, কাপ টুর্নামেন্টে যেকোনো কিছু হতে পারে, ম্যাচ কঠিন হবে; তাই আমাদের সতর্ক থাকতে হবে।</p> <p>আমাদের আত্মবিশ্বাস বাড়াতে জয়ের বিকল্প নেই।’ ব্রাদার্সও লিগ শুরু করেছে জয় দিয়ে। বাংলাদেশ পুলিশকে তারা হারিয়েছিল ২-১ গোলে। দিনের অন্য ম্যাচে ময়মনসিংহে পুলিশের প্রতিপক্ষ ফর্টিস এফসি।</p>