<p>প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারেনি বাংলাদেশ। ফলাফল, দীর্ঘ ১০ বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ হার। ব্যাটিং ব্যর্থতায় ৩৭ ওভারের মধ্যেই ৭ উইকেটে জয় তুলে নেয় ক্যারিবীয়রা।</p> <p>সেন্ট কিটসে দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে ব্যাট করতে নেমে ২২৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ওপেনার তানজিদ হাসান তামিম ৩৩ বলে ৪৬ রান করলেও টপ ও মিডল অর্ডারের ধসের কারণে ১১৫ রানে ৭ উইকেট হারায় দল। তবে মাহমুদউল্লাহ ও তানজিম হাসানের ৯২ রানের অষ্টম উইকেট জুটিতে কিছুটা সম্মানজনক স্কোর করে বাংলাদেশ। </p> <p>তবে ২২৭ রান যে এই উইকেটে জয়ের জন্য যথেষ্ট নয়, তা প্রমাণ করে ওয়েস্ট ইন্ডিজ। তারা ৩৭ ওভারের মধ্যেই ম্যাচ শেষ করে সিরিজ নিশ্চিত করে।</p> <p>ম্যাচ শেষে দলের ব্যাটিং ব্যর্থতার দায় স্বীকার করেছেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। তিনি বলেন, ‘মাঝের ওভারগুলোয় ভালো ব্যাটিং হয়নি। কোনো জুটি গড়ে উঠেনি। একের পর এক উইকেট পড়েছে। মাহমুদউল্লাহ ও সাকিব (তানজিম) ভালো খেলেছে, তবে আমরা নিজেরাই ভুল করেছি।’</p> <p>শুরুতে দ্রুত উইকেট হারালেও ঘুরে দাঁড়ানো সম্ভব ছিল বলেও মনে করেন। তিনি আরও বলেন, ‘সিলস ও বাকিরা খুব ভালো বল করেছে, আমরা শুরুতে রান পাইনি। শুরুতে দ্রুত উইকেট হারালেও ঘুরে দাঁড়ানো সম্ভব ছিল। তবে স্কোর যথেষ্ট ছিল না। এই উইকেটে ৩০০ বা তার বেশি রান করা দরকার ছিল।’</p> <p>প্রথম ম্যাচে ২৯৫ রান করেও হারের পর ব্যাটিং নিয়ে খুব একটা আক্ষেপ ছিল না মিরাজের। তবে দ্বিতীয় ম্যাচে টপ ও মিডল অর্ডারের ব্যর্থতা পুরো দলের ব্যাটিং সমস্যাকে প্রকাশ্যে এনেছে।</p> <p>বৃহস্পতিবার একই মাঠে তৃতীয় ও শেষ ওয়ানডেতে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে নামবে বাংলাদেশ।</p>