<p>টেনিস দুনিয়ায় দুর্দান্ত একটি বছর পার করে আরো একটি বড় স্বীকৃতি পেলেন বেলারুশিয়ান তারকা আরিনা সাবালেঙ্কা। প্রথমবারের মতো ডব্লিউটিএ বর্ষসেরা খেলোয়াড়ের খেতাব জিতেছেন র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা এই তারকা।</p> <p><img alt="১" height="600" src="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/online/2024/12/11/my1198/ুাুবজক.jpg" width="1000" /></p> <p>২০২৪ সালে মেয়েদের এককে চারটি শিরোপা জিতেছেন সাবালেঙ্কা। বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেন ধরে রাখার পর সেপ্টেম্বরে প্রথমবারের মতো ইউএস ওপেনের শিরোপা তুলে নেন। এছাড়া আগস্টে সিনসিনাটি ওপেন এবং অক্টোবরে উহান ওপেন জিতে ক্যারিয়ারে নতুন মাইলফলক স্পর্শ করেন। উহান ওপেনের ইতিহাসে প্রথম নারী হিসেবে তিনবার শিরোপা জেতার কৃতিত্ব দেখিয়েছেন ২৬ বছর বয়সী এই খেলোয়াড়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="গোল-উৎসবে মাতল বায়ার্ন-পিএসজি, রোমাঞ্চ ছড়ালো ইউরোপিয়ান ফুটবল" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/11/1733887889-3f464e1f74e8c7c5736c790e22e899b1.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>গোল-উৎসবে মাতল বায়ার্ন-পিএসজি, রোমাঞ্চ ছড়ালো ইউরোপিয়ান ফুটবল</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2024/12/11/1456245" target="_blank"> </a></div> </div> <p>গত অক্টোবরেই সাবালেঙ্কা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠেন, যেখানে তিনি ইগা শিয়াওতেকের ১১ মাসের শীর্ষ আধিপত্যের অবসান ঘটান।</p> <p>তবে, ২০২৪ মৌসুমে চোটের কারণে উইম্বলডনে খেলতে পারেননি সাবালেঙ্কা। স্বাস্থ্যকে গুরুত্ব দিয়ে তিনি প্যারিস অলিম্পিকস থেকেও নাম প্রত্যাহার করেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আতালান্তার প্রতিরোধ ভেঙে রিয়ালের রোমাঞ্চকর জয়" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/11/1733885142-aea473d17a4d6984fae986dd5156c444.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আতালান্তার প্রতিরোধ ভেঙে রিয়ালের রোমাঞ্চকর জয়</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2024/12/11/1456240" target="_blank"> </a></div> </div> <p>পুরো মৌসুমে সাবালেঙ্কার পারফরম্যান্স ছিল চমৎকার। তিনি জিতেছেন ৫৬টি ম্যাচ এবং হেরেছেন মাত্র ১৪টি। তার অসাধারণ ফর্মের জন্য গণমাধ্যমের ভোটে তাকে ডব্লিউটিএ বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত করা হয়েছে।</p> <p>গত দুই বছরের বর্ষসেরা খেলোয়াড় ছিলেন পোল্যান্ডের ইগা শিয়াওতেক। এবার সেই পুরস্কার নিজের করে নিয়ে নতুন ইতিহাস গড়লেন সাবালেঙ্কা।</p>