<p>নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিংয়ের পুরস্কার দ্বিতীয় টেস্ট শেষেই পেয়েছেন হ্যারি ব্রুক। দুই ইনিংস মিলিয়ে (১২৩ ও ৫৫) ১৭৮ রান করার স্বীকৃতি হিসেবে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন ইংল্যান্ডের ব্যাটার।</p> <p>টানা দ্বিতীয় সেঞ্চুরি করায় এবার আইসিসি থেকে আরো বড় স্বীকৃতি পেয়েছেন ব্রুক। প্রথমবারের মতো টেস্ট ব্যাটারদের র‌্যাংকিংয়ে শীর্ষে উঠেছেন তিনি। পেছনে ফেলেছেন সতীর্থ জো রুটকে। ব্রুকের মতোই দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি পেয়েছেন রুটও। তবুও ১ রেটিং পয়েন্টে পিছিয়ে তিনি। ব্রুকের ক্যারিয়ারসেরা ৮৯৮ রেটিংয়ের বিপরীতে রুটের ৮৯৭। ব্রুক প্রথম টেস্টেও ১৭১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন।</p> <p>অন্যদিকে ভারতের বিপক্ষে ১৪০ রানের দুর্দান্ত ইনিংসের সৌজন্যে ৬ ধাপ উন্নতি হয়েছে ট্রাভিস হেডের। ৭৮১ রেটিং পয়েন্ট নিয়ে ৫ নম্বরে আছেন অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটার। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে ফেরা টেম্বা বাভুমারও উন্নতি হয়েছে। শ্রীলঙ্কাকে ধবলধোলাই করার সিরিজের দ্বিতীয় টেস্টে ৭৮ ও ৬৬ রানের ইনিংস খেলে ৩ ধাপ এগিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। ৭৫৩ রেটিং নিয়ে ৭ নম্বরে আছেন তিনি। হেড-বাভুমার মাঝে আছেন কামিন্দু মেন্ডিস। ১ ধাপ এগিয়ে ৬ নম্বরে শ্রীলঙ্কান ব্যাটার।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শুভাগতর শেষ বলের ছক্কায় ম্লান জিশানের সেঞ্চুরি" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/11/1733911692-8fd5e40162e6101c80653413ec7c243f.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শুভাগতর শেষ বলের ছক্কায় ম্লান জিশানের সেঞ্চুরি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2024/12/11/1456335" target="_blank"> </a></div> </div> <p>অ্যাডিলেডের গোলাপি টেস্টে দুর্দান্ত বোলিংয়ের পুরস্কার পেয়েছেন প্যাট কামিন্স ও মিচেল স্টার্কও। দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট নিয়ে ৩ ধাপ এগিয়েছে স্টার্ক। আছেন ১১ নম্বরে। অন্যদিকে তার সতীর্থ কামিন্স টেস্টে ৭ উইকেট নিয়ে ১ ধাপ এগিয়ে ৪ নম্বরে আছেন। শীর্ষ তিনে কোনো পরিবর্তন নেই। ৮৯০ রেটিং নিয়ে চূড়ায় ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ। তার পরে আছেন কাগিসো রাবাদা (৮৫৬) ও জশ হ্যাজলউড (৮৫১)।</p> <p>অলরাউন্ড র‌্যাকিংয়ে ৪১৫ রেটিং নিয়ে শীর্ষে রবীন্দ্র জাদেজা থাকলেও উন্নতি হয়েছে মেহেদী হাসান মিরাজের। দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার মার্কো ইয়ানসেনের ৩ ধাপ অবনতি হওয়ায় দুইয়ে উঠেছেন মিরাজ। ২ ধাপ এগিয়ে ভারতীয় অলরাউন্ডার জাদেজার পরেই বাংলাদেশি অলরাউন্ডার। </p> <p>অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের কাছে ওয়ানডে সিরিজে হারলেও ব্যক্তিগত লাভ হয়েছে মাহমুদ উল্লাহ রিয়াদ-মেহেদী হাসান মিরাজদের। টানা দ্বিতীয় ফিফটি করা মাহমুদ উল্লাহ ৩ ধাপ এগিয়ে ৪০ নম্বরে আছেন। অন্যদিকে প্রথম ওয়ানডেতে ৭৪ রানের ইনিংস খেলে ৯ ধাপ এগিয়েছেন মিরাজ। তার অবস্থান এখন ৮১ নম্বরে। চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ সফর মিস করা নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের অবনতি হয়েছে। বাংলাদেশের হয়ে শীর্ষ ব্যাটার শান্ত ৩ ধাপ পিছিয়ে ২৭ নম্বরে। অন্যদিকে মুশফিক ৪ ধাপ পিছিয়ে ৩৪ নম্বরে। </p> <p>ওয়ানডে র‌্যাংকিংয়ে বড় লাখ দিয়েছেন শেমরন রাদারফোর্ড। দুর্দান্ত এক সেঞ্চুরি করে ওয়েস্ট ইন্ডিজকে জয় এনে দিয়ে ৬২ ধাপ এগিয়ে নেদারল্যান্ডসের ব্যাটার স্কট এডওয়ার্ডসের সঙ্গে যৌথভাবে ৩১ নম্বরে আছেন রাদারফোর্ড। এক ধাপ এগিয়ে ৮ নম্বরে আছেন ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে অধিনায়ক শাই হোপ। শীর্ষ সাতে কোনো পরিবর্তন নেই। ৮০০ রেটিং নিয়ে সবার উপরে বাবর আজম।</p>