<p>ইউরোপে দুই ক্লাবের গল্পটা প্রায় অভিন্ন। পাঁচ ম্যাচে দুই দলের নামের পাশে যোগ হয়েছে সমান ১২ পয়েন্ট। চার জয়ের বিপরীতে তারা হেরেছে একটি করে। মোনাকোর বিপক্ষে হারে শুরু করে এরপর টানা জিতে নতুন ফরম্যাটের চ্যাম্পিয়নস লিগে এখন ৩ নম্বরে আছে বার্সেলোনা।</p> <p>ঘরোয়া লিগে শিরোপা রেসের অনেক বাইরে থাকলেও ইউরোপিয়ান প্রতিযোগিতায় দারুণ সময় যাচ্ছে ডর্টমুন্ডেরও। কাতালানদের সমান পয়েন্ট নিয়ে গোল গড়ে পিছিয়ে থাকায় চারে গতবারের ফাইনালিস্টরা। জয়ের সংখ্যা পাঁচে উন্নীত করার ব্রত নিয়ে আজ রাতে মুখোমুখি হচ্ছে বরুশিয়া ডর্টমুন্ড ও বার্সেলোনা। সিগনাল ইডুনা পার্কে যারা জিতবে, সরাসরি নক আউটের টিকিট কাটার পথে অনেকটা এগিয়ে যাবে তারা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শুভাগতর শেষ বলের ছক্কায় ম্লান জিশানের সেঞ্চুরি" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/11/1733911692-8fd5e40162e6101c80653413ec7c243f.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শুভাগতর শেষ বলের ছক্কায় ম্লান জিশানের সেঞ্চুরি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2024/12/11/1456335" target="_blank"> </a></div> </div> <p>এ ক্ষেত্রে অতীত রেকর্ড থেকে অনুপ্রাণিত হতে পারে কাতালান সমর্থকরা। ডর্টমুন্ডের বিপক্ষে সর্বশেষ চার ম্যাচে অপরাজিত কাতালানরা। বার্সার জন্য সুখবর হচ্ছে, চোট কাটিয়ে দলে ফিরেছেন উরুগুয়ে ডিফেন্ডার রোনাল্ড আরাউহো।</p> <p>ম্যানচেস্টার সিটির গল্পটা পুরোপুরি ভিন্ন। ব্যালন ডি’অর জয়ী রোদ্রিসহ একঝাঁক খেলোয়াড়ের চোট ও ফর্মহীনতায় মাঠে খুব বাজে সময় যাচ্ছে সিটিজেনদের। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ ৯ ম্যাচে তারা জিতেছে মোটে একটি। টানা ব্যর্থতায় প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে পিছিয়ে পড়ার পাশাপাশি চ্যাম্পিয়নস লিগেও তারা শেষ ষোলোর আগে বিদায়ের শঙ্কায়। এখনো ভাগ্যটা অবশ্য নিজেদের হাতেই আছে পেপ গার্দিওলার দলের। বাকি তিন ম্যাচের একটি জিতে সেরা চব্বিশের একটি হয়ে শেষ ষোলোর প্লে-অফে খেলার জোরালো সম্ভাবনা এখনো আছে তাদের।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="রুটকে সরিয়ে প্রথমবার র‌্যাংকিংয়ের শীর্ষে ব্রুক" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/11/1733915000-43140e07f50df6ef0006b9b300d566cf.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>রুটকে সরিয়ে প্রথমবার র‌্যাংকিংয়ের শীর্ষে ব্রুক</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2024/12/11/1456357" target="_blank"> </a></div> </div> <p>আজ রাতে জুভেন্টাসের মাঠ থেকে ৩ পয়েন্ট নিয়ে ফিরতে পারলে এই স্বপ্ন পূরণের পথে অনেকটা এগিয়ে যাবে পেপ গার্দিওলার দল। এ ছাড়া ছয়ে থাকা আর্সেনাল এমিরেটস স্টেডিয়ামে আতিথ্য দেবে মোনাকোকে। ইএসপিএন</p> <p><strong>আজকের ম্যাচ</strong></p> <p>   অ্যাতলেতিকো : ব্রাতিসলাভা</p> <p>   লিল : স্টুর্ম গ্রাজ</p> <p>   এসি মিলান : রেড স্টার</p> <p>   আর্সেনাল : মোনাকো</p> <p>   বেনফিকা : বোলোনিয়া</p> <p>   ডর্টমুন্ড : বার্সেলোনা</p> <p>   ফেইনুর্দ : স্পার্তা প্রাগ</p> <p>   জুভেন্টাস : ম্যানসিটি</p> <p>   স্টুটগার্ট : ইয়াং বয়েজ</p>