<p>অভিষেকের পর থেকেই দুর্দান্ত ছন্দে আছেন গাস অ্যাটকিনসন। সেই ছন্দটা ধরে রেখেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টন টেস্টেও। তৃতীয় টেস্টের প্রথম দিন ৩ উইকেটে নিয়ে একটা কীর্তিও গড়েছেন ইংল্যান্ডের পেসার।</p> <p>বিশ্বের দ্বিতীয় বোলার হিসেবে অভিষেক বছরে ৫০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন অ্যাটকিনসন। তার আগে এই কীর্তি শুধু গড়েছেন টেরি অল্ডারম্যান। ১৯৮১ সালে অভিষেক বছরে ৫৪ উইকেট নেন অস্ট্রেলিয়ান পেসার। তার কীর্তিতে ভাগ বসিয়ে এবার টেরিকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন অ্যাটকিনসন। দ্বিতীয় ইনিংসে সেই সুযোগ পাচ্ছেন ইংল্যান্ড পেসার। ১১তম টেস্ট খেলতে নামা অ্যাটকিনসনের উইকেট এখন ৫১।</p> <p>অ্যাটকিনসনের কীর্তি গড়ার দিন শুরুটা দুর্দান্ত পাওয়ার পরেও শেষটা ভালো হয়নি নিউজিল্যান্ডের। স্বাগতিকদের এমন হতাশা উপহার দেন ম্যাথিউ পটস ও জুলাইয়ে লর্ডসে অভিষেক হওয়া অ্যাটকিনসন। দুজনে তিনটি করে উইকেট নিয়ে ইংল্যান্ডকে ম্যাচে ফেরান। দিন শেষে ৯ উইকেটে ৩১৫ রান করেছে কিউইরা। ৫০ রানে অপরাজিত থাকা মিচেল স্যান্টনারকে আগামীকাল সঙ্গ দেবেন রানের খাতা না খোলা পেসার উইল ও’রুর্কি।</p> <p>এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে এক বছর পর উদ্বোধনী জুটিতে শতরান পায় নিউজিল্যান্ড। টম লাথাম ও উইল ইয়াংয়ের ১০৫ রানের জুটিটা ভেঙে যায় ৪২ রানে ইয়াং আউট হলে। দ্বিতীয় উইকেটে কেন উইলিয়ামসনের সঙ্গে ৩৭ রানের জুটি গড়ে দারুণ কিছুর ইঙ্গিত দিচ্ছিলেন অধিনায়ক লাথাম। কিন্তু ৬৩ রানে পটসের বলে এই ওপেনার আউট হলে বিপদের শুরুটা হয় কিউদের।</p> <p>নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড। তবে ৮ নম্বরে নেমে ফিফটি করে দলকে তিন শর ওপরে রান এনে দেন স্যান্টনার। তার আগে অবশ্য তিনে নেমে ৪৪ রান করা উইলিয়ামসনের অবদানও কম নয়। অন্যদিকে এই টেস্ট শেষেই দীর্ঘ সংস্করণকে বিদায় জানানোর ঘোষণা দেওয়া টিম সাউদি করেছেন ৩ ছক্কা ও ১ চারে ২৩ রান।</p>