<p>ওমানের মাসকাটেই ইতিহাস গড়ে বাংলাদেশের অনূর্ধ্ব-২১ পুরুষ হকি দল। অনূর্ধ্ব-২১ এশিয়া কাপে পঞ্চম হয়ে প্রথমবারের মতো যেকোনো পর্যায়ের বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ।</p> <p>টুর্নামেন্টে খেলতে যাওয়ার আগে ছেলেদের মতো যুব বিশ্বকাপে সুযোগ পাওয়ার স্বপ্নের কথা জানিয়েছিলেন মেয়েদের কোচ জাহিদ হোসেন। তবে সে স্বপ্ন ধূলিসাৎ তো হয়েছে সঙ্গে টুর্নামেন্টে জয় ছাড়াই দেশে ফেরার শঙ্কা তৈরি হয়। আজ অবশ্য সেই শঙ্কা দূর করেছেন বাংলাদেশের অনূর্ধ্ব-২১ দলের মেয়েরা।</p> <p>আজ নবম-দশম স্থান নির্ধারণী ম্যাচে সান্ত্বনার জয় পেয়েছে বাংলাদেশ। প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। ৪ গোল করে ম্যাচসেরা হয়েছেন আইরিন রিয়া। দলের বাকি চার গোল করেছেন-ফাতেমা, সোনিয়া, অর্পিতা পাল ও নাদিরা।</p> <p>টুর্নামেন্টে ৫ ম্যাচ খেলে এটাই একমাত্র জয় বাংলাদেশের। গ্রুপপর্বের চার ম্যাচে জয় দূরে থাক ৪০ গোল হজম করে বাংলাদেশ। বিপরীতে প্রতিপক্ষকের জালে বল জড়াতে পারে ৩টি। শুরুটা হয় চীনের কাছে ১৯-০ গোলের হার দিয়ে। পরে ভারতের কাছে হারে ১৩-১ গোলে। শেষ দুই ম্যাচে থাইল্যান্ডের কাছে ২-১ গোলে হারের বিপরীতে মালয়েশিয়ার কাছে হারে ৬-১ গোলে।</p>