<p>ভারত-অস্ট্রেলিয়ার এই টেস্ট শেষে আরেকটি ম্যাচ হবে গ্যাবায়। তারপরেই স্মৃতির পাতায় জায়গা নেবে গ্যাবা স্টেডিয়াম। ব্রিসবেন ২০৩২ অলিম্পিকের আয়োজক হওয়ায় স্টেডিয়ামটির আধুনিকীকরণের পর আর কোন ক্রিকেট ম্যাচ হবে না এই মাঠে।</p> <p>এমন সংবাদ শুনে হয়তো মন খারাপ ছিল আকাশের। তাই গ্যাবার বিদায়ের আগে কাঁদল আকাশও। বেরসিক বৃষ্টি এতটাই ‘কেঁদেছে’ যে প্রথম দিন মাত্র ১৩.২ ওভার খেলা হয়েছে। তার আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে বিনা উইকেটে ২৮ রানে দিন শেষ করেছে অস্ট্রেলিয়া। ১৯ রান করা উসমান খাজার বিপরীতে ৪ রানে অপরাজিত আছেন নাথান ম্যাকসুয়েনি।</p> <p>তৃতীয় টেস্ট শুরুর আগ থেকেই ব্রিসবেনের আকাশ মেঘলা ছিল। তবে ম্যাচ যথাসময়েই শুরু হয়েছিল। ৫.৩ ওভারে অবশ্য প্রথমবার বেরসিক বৃষ্টি শুরু হয়। আধ ঘণ্টা অপেক্ষার পর আবারো খেলা শুরু হয়। তবে দ্বিতীয় দফায় বেরসিক বৃষ্টি এমন খেলা খেলল ক্রিকেটাররা আর খেলার সুযোগ পেলেন না।</p> <p>হতাশায় দর্শকেরা বাড়ি ফিরলেও। পরে সুসংবাদ দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। প্রথম দিনের ১৫ ওভার না হওয়ায় খেলা দেখতে আসা দর্শকদের টিকিটের টাকা ফেরত দেওয়ার কথা জানিয়েছে সিএ।</p>