<p>কুঁচকির চোট কাটিয়ে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ম্যাচ দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত। প্রত্যাবর্তনটাও রাঙিয়েছেন দুর্দান্ত এক ইনিংসে। তবে বরিশালের বিপক্ষে খেলা ৮০ রানের ইনিংসটি কোনো কাজে আসেনি রাজশাহীর অধিনায়কের।</p> <p>ফজলে মাহমুদ রাব্বির দুর্দান্ত ফিফটিতে যে ৫ উইকেটের জয় পেয়েছে বরিশাল। ১৮৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে আব্দুল মজিদ (৫৩) ও তার ৫৬ রানের ইনিংসে ৩ বল হাতে রেখে জয় পায় বরিশাল। এর আগে শান্তর ৪ ছক্কা ও ৫ চারের ইনিংসে ১৮৪ রান করে রাজশাহী। অবশ্য আরেক ওপেনার হাবিবুর রহমানের ৪৭ রানের অবদানও কম ছিল না।</p> <p>সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টানা তৃতীয় জয় পেয়েছে রংপুর। সিলেটের দেওয়া ১২১ লক্ষ্যে তিনে নেমে ৫০ রানের ইনিংস খেলে রংপুরকে ৫ উইকেটের জয় এনে দেন নাঈম ইসলাম। অভিজ্ঞ ব্যাটারের ফিফটিতে ম্লান হয়ে যায় সিলেটের তোফায়েল আহমেদের ফিফটি। ৭ নম্বরে নেমে ৫১ রানের ইনিংস খেলে সিলেটকে ১০ রানের সংগ্রহ এনে দিয়েছিলেন এই পেসার।</p> <div style="text-align:center"> <figure class="image" style="display:inline-block"><img alt="66" height="600" src="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/Bhanu/ম্যাচ.jpg" width="1000" /> <figcaption>ম্যাচসেরার পুরস্কার হাতে ফজলে রাব্বি। ছবি : বিসিবি</figcaption> </figure> </div> <p>রংপুরের মতো তিন ম্যাচ খেলে তিনটিতেই জয় পেয়েছে ঢাকা মেট্রোও। উইকেটরক্ষক-ব্যাটার ইমরানুজ্জামানের ৪৬ রানে ভর করে খুলনাকে ১৪৭ রানের লক্ষ্য দিয়েছিল ঢাকা মেট্রো। আলোকস্বল্পতার কারণে ১৮ ওভারে ম্যাচে লক্ষ্য তাড়া করতে নেমে ১৪০ রানের বেশি করতে পারেনি খুলনা। শেষ ওভারে ১৮ রানের বিপরীতে খুলনা ১১ রান করলে ৬ রানের জয় পায় ঢাকা মেট্রো।</p> <p>দিনের আরেক ম্যাচে সহজ জয় পেয়েছে চট্টগ্রাম। আগে ব্যাট করে মাত্র ৬৪ রানে অলআউট হয় ঢাকা। এর মধ্যে একাই ৩০ রান করেন তাইবুর রহমান। বাকি ৩৪ রানের ১১ রান ছিল অতিরিক্ত। বাকি ১০ ব্যাটার মিলিয়ে করেছে ২৩ রান।</p> <p>৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১০ উইকেটের জয় পায় চট্টগ্রাম। ৫৪ বল হাতে রেখে পাওয়া জয়ে মাহমুদুল হাসান জয়ের ৪৪ রানের বিপরীতে ২১ রান করেন তামিম ইকবাল।</p>