<p>বার্সেলোনার উদীয়মান তারকা লামিন ইয়ামাল বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ছুটি কাটাচ্ছেন। একটি জিমে তার কাজিন মোহাম্মদ এবং বন্ধু সুহাইবের সঙ্গে তোলা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ১৭ বছর বয়সী এই ফরোয়ার্ড। </p> <p>ইয়ামাল বর্তমানে পুনর্বাসনের মধ্যেই রয়েছেন। যত দ্রুত সম্ভব মাঠে ফেরার চেষ্টায় আছেন তিনি। গত ১৬ ডিসেম্বর লেগানেসের বিপক্ষে ম্যাচে খেলার সময় লিগামেন্টে চোট পান তিনি। ছুটির মধ্যেও তার পুনর্বাসন প্রক্রিয়া যে চলমান তা ছবিতেই বোঝা যাচ্ছে। <br />  <br /> ইয়ামাল বার্সার ৪ জানুয়ারি বারবাস্ত্রোর বিপক্ষে কোপা দেল রে-র উদ্বোধনী ম্যাচে খেলতে পারবেন না। তবে তিনি ৮ জানুয়ারি অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে ফেরার লক্ষ্যে কাজ করছেন তিনি।</p> <p>এরই মধ্যে ইয়ামাল ক্লাবের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া চ্যানেলে একটি মজার ইন্টারেক্টিভ সেশনে নিজের ইচ্ছার কথা শেয়ার করেন। এই ফরোয়ার্ড জানান, তার প্রথম লক্ষ্য লা লিগা জয়, তারপর চ্যাম্পিয়নস লিগ, এবং শেষে কোপা দেল রে জেতা। তিনি বার্সার হয়ে ট্রেবল জিততে চান।</p> <p><iframe frameborder="0" height="500" sandbox="allow-scripts allow-same-origin" scrolling="yes" src="https://twitframe.com/show?url=https://twitter.com/FCBarcelona/status/1871254698767880668" width="700"></iframe></p> <p>আপাতত দুবাইয়ে আরো কিছুদিন থাকার সম্ভাবনা রয়েছে তার। তবে, তিনি ছুটির সময় শেষ হওয়ার আগেই বার্সেলোনায় ফিরে ক্লাবের মেডিকেল এবং পুনর্বাসন স্টাফের তত্ত্বাবধানে পুনর্বাসন চালিয়ে যেতে পারেন তিনি।  </p>